Lok Sabha Elections 2024: বিজেপি বনাম তৃণমূলের ঠান্ডা লড়াই তপ্ত, ভোট যুদ্ধে দার্জিলিং কার দখলে
Lok Sabha Elections 2024: Darjeeling in the poll war

The Truth of Bengal: হিমশীতল দার্জিলিংয়ে বিজেপি বনাম তৃণমূলের ঠান্ডা লড়াই তপ্ত হয়ে উঠছে।ট্রয়ট্রেনের শহরে লোকসভার ভোটযুদ্ধ আলাদা রং ছড়াচ্ছে। সবদলের প্রার্থীরাই পথে পথে প্রচারে নামছেন।ঠান্ডা ঠান্ডা কুলকুল পরিবেশে নিয়ম করে পাহাড়ের মতোই সমতলেও জনতার মনজয়ের চেষ্টায় শাসক –বিরোধী দুই শিবিরের প্রার্থীরাই।শৈলশহরের ভোট কোলাজ নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন। দার্জিলিং কার দখলে থাকবে ? বিজেপি না বিরোধীদের ? গেরুয়ার ঝলক দেখা যাবে নাকি গেরুয়া ফিকে করে সবুজে ভরবে ট্রয় ট্রেনের শহর। তাই নিয়ে চলছে ভোটকথার আসরে জোরদার চর্চা। ২০০৪-এর লোকসভা নির্বাচনে পাহাড়ের রাশ কংগ্রেসের হাতে এলেও, ২০০৯ সালে প্রথমবার পশ্চিমবঙ্গে খাতা খোলে বিজেপি।
দার্জিলিং থেকে জয়ী হয়েছিলেন যশবন্ত সিং। ২০০৯ সালে যশবন্তকে সরিয়ে প্রার্থী করা হয়েছিল কংগ্রেসত্যাগী এস এস আলুওয়ালিয়াকে। বিমুখ করেনি পাহাড়ের মানুষ। ২০১৯ এ আলুওয়ালিয়াকে সরিয়ে প্রার্থী করা হয় রাজু বিস্তাকে।রাজু বিস্তার বিরুদ্ধে এবার নির্দল হিসেবে কার্শিয়াং থেকে লড়ছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। বিজেপির ভোট ভাগের মাঝে কতটা আশাবাদী গেরুয়া শিবির ? ৫বছরে কাজের ফিরিস্তি দেওয়ার বদলে আবার সেই স্বপ্ন ফেরি করছেন গেরুয়া প্রার্থী। রিপোর্টকার্ড তুলে না ধরে রাজু বিস্তা সেই আগামী ৫বছরের জন্য নানা স্বপ্ন ফেরি করলেন। বিজেপির বিভাজনের রাজনীতিকে বরদাস্ত করবে না পাহাড়বাসী। রোটি-কাপড়া-মাকানের ইস্যুতে ফোকাস না করায় বিজেপিকে বিঁধছেন তৃণমূল প্রার্থী গোপাল লামা।
এক নজরে দার্জিলিং লোকসভা কেন্দ্র
দার্জিলিং লোকসভায় ৭ বিধানসভা
ফাঁসিদেওয়া-খড়িবাড়ি,মাটিগাড়া-নকশালবাড়ি
কার্শিয়াং,কালিম্পং,শিলিগুড়ি,চোপড়া
মোট ভোটার-১৭,৫৩,৬৯৯
পুরুষ ভোটার- ৮,৭৮,১৪৮
মহিলা ভোটার-৮,৭৫,৫০৯
২০২১ সালে বিধানসভা ভোটে সাতটি বিধানসভার মধ্যে চোপড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয় , বাকি বিধানসভায় জয়ী হয় বিজেপি।বিজেপি প্রার্থীকে এবার আবারও সমর্থন করেছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং।বিমল গুরুংয়ের পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে।তবু তিনি বিজেপিকে সার্পোট করছেন।এই অবস্থায় বিচ্ছিন্নতাবাদীদের হারানোর ডাক দিয়ে বাম-কংগ্রেস ভোটে সুর বাঁধছে। পাহাড় ও সমতল মিলিয়ে গড়ে ওঠা এই দার্জিলিং লোকসভায় হাওয়া বদল হবে নাকি স্থিতাবস্থা বজায় থাকবে,এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।এই প্রশ্নের মাঝে ফিরে দেখব গতবাররে লোকসভা ভোটের ফলাফল।
একনজরে ২০১৯ এর লোকসভা ফলাফল
বিজেপি প্রার্থী পান ৭,৫০,০৬৭টি ভোট
তৃণমূল প্রার্থী পান ৩,৩৬,৬২৪টি ভোট
কংগ্রেস প্রার্থী পান ৬৫,১৮৬টি ভোট
সিপিএম প্রার্থী পান ৫০,৫২৪টি ভোট
এবার বাম-কংগ্রেস একসঙ্গে লড়ায় ৩শিবিরের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে শৈলশহর প্রচার মুখর হয়ে উঠছে।তাই দার্জিলিং-এর জনতার দাঁড়িপাল্লায় কোন দলের পাল্লা ভারী হয় সেটাই দেখার।