Lok Sabha Election 2024 : বাংলায় ৭দফার ভোট নিয়ে বিতর্ক, বিজেপি-তৃণমূলের যুক্তিযুদ্ধ
Lok Sabha Election 2024 : Controversy over 7-way voting in Bengal

The Truth Of Bengal : বিহার –উত্তরপ্রদেশের মতোই বাংলাতেও ৭দফায় লোকসভা ভোটের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন এই রাজ্যে ১দফার বদলে ৭দফার ভোট ,তাই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে। দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা শান্তিপূর্ণ ভোটের স্বার্থে এই ৭দফার আয়োজন বলে সওয়াল করছেন। বাংলায় কখনই এই দফা বাড়িয়ে ভোট প্রলম্বিত করার কৌশল কাজ দেবে না বলেও সাফ জবাব সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের ।ভোট বিশ্লেষকরাও বলছেন, ৪৪দিনের ভোট যজ্ঞ একদিকে যেমন উন্নয়নের কাজ ব্যাহত করবে তেমনই আবার ভোটারদের ভোটদানের আগ্রহ অনেকটা কমিয়ে দিতে পারে।
কিসের মাপকাঠিতে পশ্চিমবঙ্গে ৭দফায় ভোটের আয়োজন,তাই নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির মতে,শান্তিপূর্ণ ভোটের জন্যই এই দফা বাড়ানো হয়েছে। তৃণমূলের মতোই গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেওয়া একশ্রেণির মানুষের আরও প্রশ্ন, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘসময় নির্বাচনের আয়োজন করলে তাতে কী ভোটাররা আগ্রহ বজায় রাখতে পারবেন।বাংলার গণতন্ত্র সচেতন মানুষ বরাবরই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আগ্রহী। তাঁরা মনে করছেন,প্রকৃতির প্রতিবন্ধকতা এড়িয়ে কিভাবে বড় অংশের ভোটাররা উত্সবের সারিতে দাঁড়ানোর প্রতি আগ্রহী হবেন ? রাজ্যের ট্রেন্ড বলছে, পঞ্চায়েত হোক, বা বিধানসভা -লোকসভা,প্রতিবারই রেকর্ড ভোট পড়ে।২০১৯এ ভোট পড়ে ৬৭.১১শতাংশের কাছে ।গতবারও ৭দফায় ভোট হয়।এবারও নির্বাচন ৭দফাতেই ভোট হচ্ছে।কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ব্যাখা অনুযায়ী, শান্তিপূর্ণ ভোটের জন্য এই ভোটের দফা বাড়ানো হয়েছে।কমিশনের মতোই বিজেপি নেতারাও বলছেন,ভোট ৭দফায় হওয়ায় তাঁরা সন্তুষ্ট।
বিজেপির এই যুক্তি একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস।তর্কের আসরে তাঁদের পাল্টা যুক্তি,
- গুজরাটে ১ দফায় হলে বাংলায় কেন ৭দফা ?
- বাংলায় ৪২আসনের জন্য যদি ৭দফায় ভোট হয়
- উত্তরপ্রদেশে ৮০ আসনের জন্য কেন ৭দফায় নির্বাচন ?
- উত্তরপ্রদেশে ১৪দফায় ভোট করা প্রয়োজন ছিল
- উত্তরপ্রদেশের আসনের নিরিখে এরাজ্যে ৩ দফায় ভোট হতে পারে
- বাংলাকে খাটো করতে কী এত দফায় নির্বাচন ?
উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্র, বাংলায় ৪২টি কেন্দ্র অর্থাৎ অর্ধেক। ভোটারও উত্তরপ্রদেশের অর্ধেক। তাহলে কেন এই বিমাতৃসুলভ সিদ্ধান্ত, সে প্রশ্ন তুলছে বাংলার রাজনীতিকরা।
২০২১এ বাংলায় বিধানসভা ভোট হয় ৮দফায়।কেন্দ্রীয় বাহিনী দিয়ে দফা বাড়িয়েও বাংলায় বিজেপি জিততে পারেনি।এবারও ডবল ইঞ্জিন বেলাইন হবে,ম্লান হবে মোদি ম্যাজিক।কারণ বাংলায় ৪৪দিনের ভোট হলে মানুষের কাজ থমকে যাবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত রাখতে দ্রুত ভোট করানোই শ্রেয় ছিল বলে তাঁদের অভিমত।এখন বিলম্বিত জনাদেশ গ্রহণের এই প্রক্রিয়া বাংলার সব অংশের মানুষ কী চোখে দেখে সেটাই দেখার।
FREE ACCESS