lok sabha election 2024: বামেদের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী, কোচবিহারে জোটে ফাটল
lok sabha election 2024: Congress candidate against Left, cracks in alliance in Cooch Behar

The Truth of Bengal: বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে কংগ্রেস ও বামেরা বোঝাপড়া করে লড়াই নেমেছে। যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে সেখানে বামেরা তাদের সমর্থন জানিয়েছে। আবার বামেদের কেন্দ্রে কংগ্রেস সমর্থন দিয়েছে। এই ভাবেই আসন রক্ষা করেছে বাম ও কংগ্রেস। তবে সেই রফা ভেস্তে গেল কোচবিহারে। বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছে।
আর বাম প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। বামে তরফ থেকে কংগ্রেসকে প্রার্থী প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছিল বলে খবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। মনোনয়ন প্রত্যাহার করেনি কংগ্রেস। ফলে সম্মুখ সমরে লড়াইয়ে বাম ও কংগ্রেসের প্রার্থী। জোট ভেস্তে গিয়েছে উত্তরবঙ্গের এই লোকসভা কেন্দ্রে। আর তা নিয়ে একে অপরকে দোষারোপ শুরু হয়েছে।
তবে দু পক্ষের দাবি এর প্রভাব অন্যত্র পড়বে না। এখন দেখার বাকি কেন্দ্রগুলিতে জোটের সমীকরণ কোন পথে দাঁড়ায়। রাজ্যে বাম কংগ্রেস জোটে জট কোচবিহারে সম্মুখ সমরে বাম-কংগ্রেস বোঝাপড়া হল না কংগ্রেস ও বামেদের মধ্যে কংগ্রেসকে প্রার্থীপদ প্রত্যাহারে চাপ দিয়েছিল বামেরা। বামেদের মানা উপেক্ষা করে কোচবিহারে লড়ছে কংগ্রেস প্রার্থী আজ প্রথম দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনী লড়াইয়ে থেকে গেলেন বাম ও কংগ্রেস দু’পক্ষের প্রার্থীই।