ভোট পরবর্তী অশান্তি রুখতে ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী
Central forces will remain in the state till June 6 to prevent post-poll unrest

The Truth of Bengal : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের পরও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিবৃতি দিয়ে জানাল নির্বাচন কমিশন। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আপাতত রাজ্যে আগামী ৬ জুন পর্যন্ত ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ, ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশের পর আরও দুদিন পর্যন্ত রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখনও পর্যন্ত সাত দফা নির্বাচন মিলিয়ে প্রায় ৯৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পশ্চিমবঙ্গে। সপ্তম দফা ভোটের পর প্রায় অর্ধেক বাহিনীকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ৪০০ কোম্পানি বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবেন তারা। রাজ্যের বুকে বিগত নির্বাচনগুলিতে ভোট পরবর্তী হিংসা এবং অশান্তি মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছয়। তাই এবারের লোকসভা নির্বাচনের পর সেই ধরণের ঘটনা এড়াতেই আগেভাগেই এই সিদ্ধান্ত নিল কমিশন।