মথুরাপুরে তৃণমূলের জয়ের পরেই বিজেপি ও সিপিএম-এর ভাঙন
BJP and CPM split after Trinamool's victory in Mathurapur

The Truth Of Bengal : দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভায় তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রায় 2 লক্ষাধিক ভোটে জিতেছেন। আর জেতার সঙ্গে সঙ্গে আজ একটি সম্বর্ধনা সভায় বিতর্কিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি এবং দুজন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন।
যার যার ফলে ১৫ আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হচ্ছে। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৬ সিপিআইএম ৩ এবং নির্দল ২ এই ১১টি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে প্রধান হয় বিজেপি। তৃণমূল পেয়েছিল মাত্র ৪ টি আসন।
উল্লেখ্য পঞ্চায়েত প্রধান গঠনের আগে নির্দল এবং সিপিএম প্রার্থীদের কোন এক গোপনীয় জায়গায় তুলে নিয়ে আটককরে রাখার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অপহৃত চার সদস্যকে পুলিশ হাজির করে গণনার দিনে তারা বিজেপিকে সমর্থন করে।
আজ সম্বর্ধনা অনুষ্ঠানে বাপি হালদারের হাত ধরে ২জন বিজেপি পর্যায়ের সদস্য ২ জন নির্দল পর্যায়ের সদস্য তৃণমূলে যোগদান করলেন যার ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল সদস্য সংখ্যা হল ৮। বিরোধীদের আসন সংখ্যা অর্থাৎ প্রধানের পক্ষে থাকলো ৭ রাজনৈতিক মহলে জল্পনা আগামী দিনে তৃণমূলেই প্রধান গঠন করবে সরকারি সমর্থন নিয়মকানুন মেনে।