BIG NEWS : সাংবাদিকে মারমুখী অধীর! ভাইরাল সেই ভিডিও
BIG NEWS: Marmukhi Adhir is a journalist! That video is viral

সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। লালগোলার একটি জনসভা থেকে করা বিতর্কিত মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করেন এক সাংবাদিক, প্রথমে সেই প্রশ্ন না শোনার ভান করেন তিনি, তার কিচ্ছুক্ষণ পরই সাংবাদিকের বুম কেড়ে নিয়ে তাঁকে রীতিমত মারমুখী হন কংগ্রেস প্রার্থী।
“তৃণমূল নয়, বিজেপিকে ভোট দিন”, কংগ্রেস প্রার্থী অধীরের এমন মন্তব্যে শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। এবার সেই প্রশ্ন করায় সাংবাদিককে মারমুখী হলেন অধীর রঞ্জন চৌধুরী। এক সাংবাদিক তাকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করায় তার মাইক কেড়ে নিয়ে তাকে মারতে ছুটে যায় অধীর।
গতকাল লালগোলায় এক নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় অধীরকে বলতে শোনা যায় ‘তৃণমূলকে নয়, বিজেপিকে ভোট দিন’। তবে কংগ্রেস প্রার্থীর এমন মন্তব্য সমর্থন করেনি নিজের দলও। এমনকি ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা ও মানতে নরাজ ছিল অধীর রঞ্জন এর অনুগামীরা। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করতে এক সাংবাদিক প্রশ্ন করে অধীর কে। সাংবাদিকের সেই প্রশ্নের রীতিমতো মেজাজ হারান কংগ্রেস প্রার্থী। তার বুম কেড়ে নিয়ে তাকে মারতে যান তিনি।
নির্বাচনী প্রচার শুরু করার সময় থেকেই একাধিক বার এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একাধিকবার গো ব্যাক স্লোগানের মুখেও পড়তে হয়েছে তাকে। এবং সেই স্লোগানের পাল্টা মেজাজ হারাতেও দেখা যায় অধিরকে। এবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারালেন অধীর।