Lok Sabha Election 2024 : একইসঙ্গে ৫০০ জনের যোগদান তৃণমূলে
Lok Sabha Election 2024 : At the same time, 500 people joined the Trinamool

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- লোকসভা ভোটের আগে বড়সড় ভাঙ্গন সিপিএম কংগ্রেসের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটার বালাবাড়িতে প্রায় ৫০০ ভোটার সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সভানেত্রী মহুয়া গোপ। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বালা বাড়ি গ্রামে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়, ব্লক সভাপতি অরিন্দম ভট্টাচার্য, রোসন হাবিব, তুষার দত্ত রণবীর মজুমদার সহ অনেক তৃণমূল নেতৃত।
সেই যোগদান সভাতে এলাকার ৫০০ জন বিভিন্ন দলের কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী মহুয়া গোপ। সভাতে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় জানায় ভোটের আগে অনেকেই তৃণমূল কংগ্রেস আসতে চাইছে দিদির উন্নয়ন দেখে। সাথে জানায় জলপাইগুড়ি জেলায় শেখ ঘূর্ণিঝড় হল তাতে প্রচুর মানুষ আহত হয়েছে। ও তো মানুষদের পাশে ছুটে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন সম্পূর্ণ দলের নেতারা পাশে থাকেনি। আর সেই কারণে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে জলপাইগুড়ি জেলার মানুষ। ভোটের আগে বিজেপির নেতাদের দেখা যায়। কিন্তু তৃণমূল নেতারা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকে।
এবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়লাভ করবে। এর কারণ নির্মল চন্দ্র রায়ের সমর্থনে যে সকল সভা করা হচ্ছে গ্রামে গ্রামে তাতে সাধারণ মানুষের উৎসাহ দেখেই বোঝা যায় নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়লাভ করছে । এই বিশয়ে মহুয়া গোপ জানায় লোকসভা ভোটের আগে রাজগঞ্জের সন্ন্যাসী কাটায় সিপিআই এম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল ৫০০ জন। পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে ফেলেছিল সেখানে বিজেপি এতদিন প্রার্থী ঘোষণা করতে পারেনি। এর থেকেই বোঝা যায় তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে অনেক এগিয়ে গেছে। লোকসভা ভোটে জলপাইউড়িতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে নিশ্চিত হয়ে গেছে।