Lok Sabha Election 2024 : এগরায় নির্বাচনী প্রচারে এবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
Lok Sabha Election 2024 : Agnimitra Pal is the BJP candidate in the election campaign in Egra

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- রবিবার রাত্রে মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা পৌরসভার ১০ নং ওয়ার্ডের বোস পাড়া থেকে পদযাত্রার মাধ্যমে প্রচার শুরু করে এগরা স্মশানকালী মন্দিরের সামনে এসে শেষ হয়। পরে এগরা পুরসভার ১ নং ওয়ার্ডের মহিলাদের পরিচালিত ক্লাব সম্পুর্না বাসন্তী পুজোর মণ্ডপ উদ্বোধন করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
এই দিন সাংবাদিকদের মূখোমুখী হয়ে প্রধানমন্ত্রীর ইস্তেহার প্রকাশ করা প্রসঙ্গে তিনি বলেন, “আমারা মোদীর মতো এমন প্রধান মন্ত্রী পেয়েছি এটা গর্বের। তিনি বলেন যত বড় নেতা নেত্রী হননা কেন তিনি যদি গরিবকে ঠকান তাহলে তার শাস্তি পেতে হবেই।” সন্দেশখালি প্রসঙ্গে বলেন ওখানকার তৃণমূল নেতারা রাত ১২ টার পরে হিন্দু মহিলাদের পার্টি অফিসে অত্যাচার করতো। ৫০০ থেকে ১০০০ টাকা মহিলাদের দেওয়া হচ্ছে কারণ মহিলাদের রাতেরবেলা গিয়ে তৃণমূল নেতাদের মনরঞ্জন করতে হবে বলে কটাক্ষ করেন।