মসনদের লড়াই

ভোট ‘চতুর্থী’-তে অভিযোগের পাহাড়, দ্রুত পদক্ষেপ কমিশনের

A mountain of complaints in the vote 'Chaturthi', quick action by the commission

The Truth of Bengal: চতুর্থ দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক অভিযোগ জমা কমিশনে। অভিযোগের পাহাড় জমা হলেও দ্রুত পদক্ষেপ করে কমিশন। সবক্টি অভিযোগ খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে।

দুপুর ২টো ২৫ মিনিট পর্যন্ত কমিশনে মোট অভিযোগ জমা পড়ে ১৭০৫টি।

বহরমপুর লোকসভা কেন্দ্র– ২৭৬টি

কৃষ্ণনগর ও রানাঘাটে লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ- ৫৫৩টি

বর্ধমান-পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ৫১১টি

আসানসোল লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ- ১৫৪টি

বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ- ২১১টি

NGRS-এ ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট অভিযোগ- ১২০৯টি

CVIGIL অ্যাপে ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট অভিযোগ জমা পড়ে ১৯৭টি

CMS-এ ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট অভিযোগ জমা পড়েছে ২৯৯টি

এর মধ্যে বিজেপি অভিযোগ করেছে ২৬টি, সিপিএম অভিযোগ করেছে ১৫৩টি, কংগ্রেস অভিযোগ করেছে ৭৯টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৩ অভিযোগ করে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে NGRS, সিভিজিল, CMS পোর্টাল এবং মেল মারফত একাধিক অভিযোগ জমা হচ্ছে কমিশনে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করে কমিশন। শুধু বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে পাওয়া অভিযোগ নয়, কমিশন ওয়েব কাস্টিং দেখে অনেক ঘটনায় পদক্ষেপ করে। তার মধ্যে উল্লখেযোগ্য, ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া। ওই অফিসারের বিরুদ্ধে নিয়মের বাইরে কাজ করার অভিযোগ ওঠে। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর, এখানেও ১০০ শাতাংশ সফল ভাবে কাজ করেছে ওয়েব কাস্টিং ব্যবস্থা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ওয়েব কাস্টিং-এর মধ্য দিয়ে দেখা যায়, ইলামবাজারের ২৫ নম্বর বুথে একটি লোক একাধিক বুথে ঢোকার চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বারবার ভোটারদের প্রভাবিত করছিলেন।

Related Articles