lok sabha election 2024: অভিযোগের পাহাড়, মোট অভিযোগ জমা পড়েছে ১ লক্ষ ২৭ হাজার ৭২৬ টি
lok sabha election 2024: A mountain of complaints, a total of 1 lakh 27 thousand 726 complaints have been filed

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের প্রথম দফার নোটিফিকেশন বুধবার থেকে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ৩টি আসনে নির্বাচন প্রথম দফায়। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে নির্বাচন। ৮৫ বছরের বেশী বয়সীরা বাড়িতেই ভোট দিতে পারবেন। ১২ডি ফর্ম জমা দিতে হবে তাদের। বুধবার মুখ্য নির্বাচন আধিকারিক এর দফতরের সাংবাদিক বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোন অভিযোগে জানানো যাবে পর্যবেক্ষকদের কাছে। এছাড়াও সী-ভিজীলে ফটো ভিডিও সহ অভিযোগ জানানো যায়।
ইতিমধ্যেই বেআইনি কার্যকলাপ রুখতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেআইনি সামগ্রী। ইতিমধ্যে ৮১ কোটি ২১ লক্ষ টাকা মূল্যের অর্থ ও সামগ্রী ১ লা মার্চ থেকে বাজেয়াপ্ত হয়েছে। মূলত মদ, মাদক ও অর্থ। জেলা শাসকের কাছে দিনহাটার রিপোর্ট চাওয়া হয়েছিল। কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট জমা পড়েছে কমিশনের দফতরে।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। এদিকে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে অভিযোগের পাহাড় জমেছে। প্রতিদিন জমা পড়ছে বহু অভিযোগ। ২০ তারিখ পর্যন্ত গোটা রাজ্যে অভিযোগ জমা পড়েছে ১ লক্ষ ২৭ হাজার ৭২৬ টি। কোচবিহার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত অভিযোগ জমা করেছে ৫ হাজার ৭২৬ টি। আলিপুরদুয়ারে মোট অভিযোগ জমা পড়েছে ৩ হাজার ৪৫৮ টি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ১ হাজার ৯২৩ টি।