Lok Sabha election 2024 : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তীব্র দাবদাহতেও প্রচারের ঝড় মমতার
Lok Sabha election 2024 : A bird's eye view of the Lok Sabha elections, the storm of campaigning is also fierce

The Truth Of Bengal : সামনেই লোকসভা নির্বাচন আর এই অবস্থায় রাজনৈতিক প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। তবে দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আবহাওয়া। ৫০ বছরের রেকর্ড গরম পড়ছে বাংলায়। তবে এবার তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রচার সারবেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে রায়গঞ্জে। ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে আজ সভা করবেন তৃণমূল সুপ্রমো।
শুধু একটি নয় এদিন জোড়া সভা রয়েছে তার। এরপর করণদিঘি ও চাকুলিয়ায় জনসভা করবেন মমতা। ঠিক দুপুর একটায় চাকুলিয়ার গিরশি আইএম সিনিয়র মাদ্রাসা মাঠে এবং দুপুর দুটোয় করণদিঘির কৃষি মান্ডি মাঠে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। পানাগড় লাগোয়া এলাকায় হিট ওয়েভের মধ্যেই সভা করবেন তিনি।
আর এখানে রীতিমতো হিট ওয়েভ জারি রয়েছে। সেটা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে দল। তবে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন দলনেত্রী।