মসনদের লড়াই

Lok sabha election 2024: ভোটের রণকৌশল নিয়ে বীরভূম জেলা কোর কমিটির সাথে বৈঠক ২ লোকসভা প্রার্থীর

2 Lok Sabha candidates meeting with Birbhum district core committee on poll strategy

The Truth Of Bengal: বীরভূম, পার্থ দাসঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই বীরভূম জেলায় দুই প্রার্থী তৃণমূলের প্রচারের ইতিমধ্যেই নেমে পড়েছে মাঠে ময়দানে। অপরদিকে বুধবার সিউড়ি তৃণমূল কার্যালয় বীরভূম জেলার কোর কমিটির সাথে দুই প্রার্থীর বৈঠক করলেন এবং তার পাশাপাশি ভোট প্রচারের রণকৌশল বেঁধে দিলেন বীরভূম জেলার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে বৈঠক করছেন প্রার্থী শতাব্দী রায়।

যেসব জায়গায় যেসব এলাকা গুলি দুর্বল রয়েছে এবং তৃণমূলের ক্ষেত্রে ভোট করতে কঠিন হয়ে দাঁড়িয়েছে সেইসব এলাকা গুলিতেই শতাব্দী রায় বেশি করে সময় দিচ্ছেন এই মুহূর্তে। আর বিশেষ করে ব্লক দুবরাজপুর বিধানসভায় গেছেন। এই এলাকায় পাথেয় করে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে ফেলেছেন বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তার দাবি ওর কমিটি যেভাবে তাকে প্রচারে দিশা দেখাবেন সেই ভাবেই তিনি প্রচার কর্মসূচি ছাড়বেন এবং যে এলাকায় প্রচার সারবেন সেই এলাকায় কোর কমিটির একজন করে সদস্য থাকবেন।

তারাই ঠিক করে দেবেন তার প্রচার কর্মসূচি এমনটাই জানালেন শতাব্দী রায়। এছাড়াও একাধিক নির্বাচনকে ঘিরে কোর কমিটির সাথে ২ লোকসভার তৃণমূলের প্রার্থী বৈঠক করলেন। বুধবার টানা দুই থেকে তিন ঘন্টা ধরে চলে বৈঠক, যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটি সদস্য বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহা আশিষ ব্যানার্জি অভিজিৎ সেনা এবং এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয় ২ লোকসভা কেন্দ্রের ভোটের কৌশল।

Related Articles