দেশশিক্ষা

পরীক্ষা হওয়ার একদিন পরেই বাতিল ইউজিসি-নেট পরীক্ষা, সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রকের

UGC-NET exam canceled a day after exam, Ministry of Education orders CBI probe

The Truth Of Bengal, Mou Basu: দেশজুড়ে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক চলার মধ্যেই বুধবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অস্বচ্ছতার অভিযোগে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, পরীক্ষা নিয়ে বেনিয়মের অভিযোগের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে।

আবার নতুন করে ইউজিসি-নেট পরীক্ষা কবে নেওয়া হবে, তার চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি। পরবর্তীকালে পরীক্ষার নতুন দিনক্ষণ জানানো হবে। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হয়। এ বছর জুন পর্বের ইউজিসি-নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ জুন, তবে বিশেষ কারণে তা পিছিয়ে ১৮ জুন করা হয়।

গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত ইউজিসি-নেট পরীক্ষায় প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু মাত্র একদিন পরেই, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে পরীক্ষায় বেনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ইউজিসি-নেট পরীক্ষার গরমিলের অভিযোগ তদন্ত করবে সিবিআই। নিটের পর এবার ইউজিসি নেট পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles