
The Truth of Bengal, Mou Basu: বইয়ের জগতে মুখ বুজে থেকে এরাজ্যের পড়ুয়ারা শুধু পুঁথিগত বিদ্যা আহরণ করুক তা চায় না রাজ্যের শিক্ষা দফতর। স্কুল পড়ুয়াদের সময়োপযোগী আরও নানান বিষয় চৌখস করে তুলতে “আনন্দ পরিসর” নামে প্রকল্প শুরু করেছে রাজ্যের শিক্ষা দফতর। সেই প্রকল্পের অধীনেই এবার স্কুলছাত্রীদের সেলফ ডিফেন্স টেকনিক শেখাতে উদ্যোগী হয়েছে শিক্ষা দফতর। মাস খানেকের মধ্যেই এই প্রকল্প শুরু করতে চায় শিক্ষা দফতর। প্রাথমিক ভাবে এই প্রকল্প কলকাতার ২৩৩টি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রীদের নিয়ে শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষা দফতর। ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।
কলকাতা পুলিশ এমনিতেই ১০ দিন ব্যাপী নিজস্ব সেলফ ডিফেন্স টেকনিক প্রোগ্রাম “তেজস্বিনী” চালায়। সেই প্রোগ্রামে স্কুল, কলেজের ছাত্রীদের পাশাপাশি গৃহবধূ ও কর্মরতা মহিলাদের সেলফ ডিফেন্স টেকনিক বা আত্মরক্ষার কৌশল শেখায় কলকাতা পুলিশ। সে জন্যই স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে বেছে নেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, রাস্তাঘাটে চলতে ফিরতে, এমনকি বাড়িতে, পরিবারের মধ্যেও অনেক সময় অবাঞ্ছিত অশোভন পরিস্থিতির শিকার হতে হয় বিভিন্ন বয়সি মহিলাদের।
কম বয়সে এমন পরিস্থিতির শিকার হলে স্কুলের ছাত্রীদের মনে ও শরীরে দীর্ঘস্থায়ী কুপ্রভাব পড়ে। নিজেদের ওপর এমন হঠাৎ আক্রমণ হলে কীভাবে পড়ুয়ারা ঠেকাবে সে কারণে তাদের জন্য আত্মরক্ষার কৌশল শেখাতে উদ্যোগী হয়েছে শিক্ষা দফতর। কীভাবে আক্রমণকারীকে মারতে হবে, সে জন্য পড়ুয়াদের ফেস পাঞ্চ ব্যাক ফিস্ট পাঞ্চ, রিভার্স পাঞ্চ, হুক পাঞ্চ, রাউন্ড পাঞ্চ, ফেস ব্লক, চেস্ট ব্লক, লোয়ার অ্যাবডোমেন ব্লক, ফ্রন্ট কিক, নি কিক, লোয়ার কিক, রাউন্ড হাউজ কিক অর্থাৎ ঘুসি, লাথি, বুকে, পেটে কনুই দিয়ে মারার কৌশল শেখানো হবে। এছাড়াও ছাত্রীদের মানসিক জোর ও আত্মবিশ্বাস বাড়াতে ধ্যান করতে শেখানো হবে।