চালু হল স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, প্রথমদিনেই মিলল অভূতপূর্ব সাড়া
The central portal for admissions at the graduate level was launched, and received an unprecedented response on the first day

The Truth Of Bengal: ইতি মধ্যে শুরু হয়ে গিয়েছে স্নাতক স্তরে ভর্তি হওয়ার প্রক্রিয়া। কেন্দ্রীয় পোর্টালের মাধম্যে আবেদন গ্রহন প্রক্রিয়ায় এক অভূত পূর্ব সাড়া মিলল। উচ্চশিক্ষা দফতরের পরিসংখ্যান বলেছে, এদিন রাত নটা পর্যন্ত প্রায় ৪২,৫৮৯ জন পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। পোর্টালে মোট ১,০৬,৮৩৪টি আবেদন জমা পড়েছে। তারা জানিয়েছেন, পোর্টালে প্রবেশ করা নতুন ভিজিটরের সংখ্যা প্রায় পৌঁছে গিয়েছে প্রায় ৮ লক্ষের কাছাকাছি।উচ্চশিক্ষা দফতরের অধিকর্তারা আরও জানিয়েছেন, সময়ের সাথে সাথে এই সংখ্যা বাড়বে। তবে এই নতুন নিয়মে বেশ কিছু সমস্যাও উঠে এসেছে।
আবেদনকারীরা মূলত জানাচ্ছে যে, ইমেলে ওটিপি আসছে না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আবেদনকারীদের একাংশের তরফ থেকে। এই অভিযোগ অথার সাথে সাথে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় দফতরের তরফ থেকে। এই সমস্যার সমাধানের জন্য মোবাইল নম্বর ও ইমেলে ‘কমন’ ওটিপি পাঠানো হচ্ছে। ছাত্রছাত্রীরা সেই ওটিপি দিয়েই ফোন ও ইমেল ওটিপির স্থান পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
তাছাড়া, অন্যকোন অসুবিধা হলে ছাত্রছাত্রীরা হেল্পলাইনে ফোন করতে পারবে।পাশাপাশি এই প্রসঙ্গে মেট্রোপলিটন ইনস্টিটিউশন (মেন) থেকে দ্বাদশ উত্তীর্ণ ছাত্র জিৎ ঘোষ বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে চেষ্টা করছিলাম। আমাদের স্টুডেন্ট আইডি তৈরির জন্য ফোন ও ইমেল দিতে হচ্ছিল। সেগুলো যাচাইয়ের জন্য ওটিপি আসার কথা ছিল। কিন্তু, ফোন নম্বরে ওটিপি এলেও আমাদের কারও ইমেলে ওটিপি আসছিল না। দুপুর দুটো পর্যন্ত অনেকবার চেষ্টা করেও আসেনি।” এছাড়াও, এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি করেন ইমেলে ওটিপি না যাওয়ার পিছনে পোর্টালের সমস্যা ছিল না। মূলত, সেই কারণেই ঢুকছিল না ওটিপি। ছাত্রছাত্রীদের ইমেল সক্রিয় না থাকার বিষয়ে গুগলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল দফতরের তরফে।