
The Truth of Bengal: দীর্ঘ বছর ধরে টেকনো ইন্ডিয়া পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে একটি অন্যতম নাম । তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন। অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে চলেছেন। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার্থীদের সুসংহত সামগ্রিক শিক্ষা দিয়ে চলেছে যেখানে শৃঙ্খলা শিষ্টাচার এর মধ্যে থেকে তাদের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সমাজ ,সম্প্রদায় এবং দেশের একজন সুনাগরিক হিসেবে যেন আগামী দিনে তাদের দায়িত্ব পালন করতে পারেন। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন অনুষ্ঠিত হয়ে গেল।এই সমাবর্তন অনুষ্ঠানে সাড়ে চার হাজার ছাত্র ছাত্রীদের ডিগ্রী প্রদান করা হলো। এর মধ্যে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল ডিগ্রী রয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন আর নারায়ন মূর্তি।
সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক গৌতম রায় চৌধুরী। ছিলেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সহ আচার্য অধ্যাপিকা মানসী রায় চৌধুরী, উপাচার্য ডঃ গৌতম সেনগুপ্ত, সহ উপাচার্য অধ্যাপক সমীরণ চট্টোপাধ্যায়। রেজিস্টার অধ্যাপক মোহিত চ্যাটার্জী, স্কুল অফ ম্যানেজমেন্ট এর অধিকর্তা সোমপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, বোস ইনস্টিটিউট এর অধিকর্তা করতে উদয় বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট এর অধিকর্তা অধ্যাপক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, এন আই টি দুর্গাপুরের অধিকর্তা অধ্যাপক অরবিন্দ চৌবে, হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন, প্রখ্যাত ভায়োলিন বাদক এবং সুরকার এল সুব্রামানিয়াম, জিওসি হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল এইচ ধর্মরাজন, ইন্ডিয়ান কোস্ট গার্ডের অভিজিৎ দাশগুপ্ত, নাভাল অফিসার ইনচার্জ ওয়েস্টবেঙ্গল কমোডোর পি শশী কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
এই সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর অফ লেটার ডিগ্রী প্রদান করা হয় প্রখ্যাত শিল্পপতি টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা , ক্রীড়া ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলী, প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি সুব্রামানিয়াম, সুস্মিতা সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপূর্ব ঘোষ, ডক্টর টেসি থমাস প্রমূখ কে। সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত ।সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরা।