শিক্ষা

মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় কড়াকড়ি, সিসিটিভি ফুটেজ সংরক্ষণে নির্দেশ

Secondary exams guidelines

The Truth of Bengal: মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তায় কড়াকড়ি করেছে। সমস্ত পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ফলপ্রকাশ না হওয়া পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় কড়াকড়ি করতে এবার সিসিটিভি ফুটেজ সংরক্ষণে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৩ সালের মাধ্যমিক থেকেই সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করেছে পর্ষদ। এবার সিসিটিভি নজরদারির ফুটেজ সংরক্ষণ নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল।

পরীক্ষাকেন্দ্রগুলির সেন্টার সেক্রেটারি/ভেনু সুপারভাইজারদের বলা হয়েছে, পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত মাধ্যমিকের প্রতিটি দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা বাধ্যতামূলক। সিসিটিভি ক্যামেরাগুলি যাতে সঠিকভাবে কাজ করে এবং পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যাতে একটানা রেকর্ডিং হয় তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া, পরীক্ষার দিনগুলির ফুটেজ সংরক্ষণ করার যথোপযুক্ত স্টোরেজ রয়েছে কিনা খতিয়ে দেখা, প্রযুক্তিগত সমস্যায় তথ্য হারানো রুখতে ব্যাকআপের ব্যবস্থা করার মতো একাধিক নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, রেকর্ডিংগুলি স্কুলের প্রধান শিক্ষক/সেন্টার সেক্রেটারি/ভেনু সুপারভাইজারের দায়িত্ব থাকবে। মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তায় কড়াকড়ি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংরক্ষণের মাধ্যমে পরীক্ষার বিষয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটলে তা ধরা পড়ার সম্ভাবনা বাড়বে।

Related Articles