কেন্দ্রীয় সরকারি বিজ্ঞান প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ! কীভাবে করবেন আবেদন
Research opportunities at central government science institutes! How to apply

Truth Of Bengal: উচ্চ শিক্ষা, গবেষণার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর অধীনে স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেসে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ করা হবে। জীববিজ্ঞান, জৈবপ্রযুক্তি বা কেমিক্যাল বায়োলজি নিয়ে পড়াশোনা করলে গবেষণার সুযোগ রয়েছে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। জীববিজ্ঞান ও বায়োটেকনোলজিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। কেমিক্যাল বায়োলজি ও নিউক্লিয়েইক অ্যাসিড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলে অগ্রাধিকার মিলবে। বিএসসি ও এমএসসিতে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। নেট পরীক্ষায় পাশ করতে হবে।
কীভাবে করবেন আবেদন
২৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। ২৪ এপ্রিল ওয়াক ইন ইন্টারভিউ হবে। বেলা ৩টে নাগাদ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ২৩ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ জীবনপঞ্জি, প্রকাশিত গবেষণাপত্রের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—-
“Professor Jyotirmayee Dash
School of Chemical Sciences, IACS
2A & 2B, Raja S.C Mullick Road, Jadavpur, Kolkata-700032”
ইমেইল আইডি : [email protected]