অন্য বোর্ডে রেজিস্ট্রেশন থাকলে নতুন করে নথিভুক্তিকরণ করা যাবে না, জানাল মধ্যশিক্ষা পর্ষদ
New registration cannot be done if there is registration in another board, said the Madhya Shiksha Parshad

The Truth Of Bengal: অন্য বোর্ডে রেজিস্টার থাকলে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের জন্য অনুমতি দেওয়া হবে না। মধ্যশিক্ষা পর্ষদের তরফে নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশনের বিস্তারিত নির্দেশিকায় সে কথা জানাল। এরকম কোনও ঘটনা পর্ষদের নজরে এলে ঘটনার সঙ্গে যুক্ত পড়ুয়াদের সাথে স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে রেজিস্ট্রেশন হবে ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণির পড়ুয়াদের।
এই ছাত্রছাত্রীরাই ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে। মধ্যশিক্ষা পর্ষদ এর জন্যই সোমবার সকাল ১১টা থেকেই পোর্টাল চালু করে দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। অধীনস্ত স্কুলগুলিকে আগামী ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত পোর্টালের মাধ্যমে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, নবমের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের সময় নামের আগে ‘মিস্টার’, ‘মিসেস’-এর মতো সম্বোধনগুলি ব্যবহার করা যাবে না।
মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পড়ুয়ার বয়সসীমা ঠিক করে দিয়েছে পর্ষদ। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় ২০১১ সালের ৩১ অক্টোবরে বা তার আগে জন্ম হওয়া পড়ুয়ারাই বসতে পারবে। তাই যে পড়ুয়াদের জন্মতারিখ নির্ধারিত ওই দিনের পরে, তাদের নাম রেজিস্ট্রেশনের জন্য পাঠাতে না বলা হয়েছে স্কুলগুলিকে। তবে, কম বয়সীদের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে ‘বিশেষ অনুমতি’ চেয়ে আবেদন জানানো যাবে।