
The Truth Of Bengal : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের জোড়া বিড়াম্বনা। একদিকে নিটের প্রশ্ন ফাঁস, অন্যদিকে নেটে দুর্নীতি। তাই ক্রমশ বিজেপিকে নিশানা করছে বিরোধীরা। সংসদে সরকার পক্ষকে চেপে ধরতে সুর চড়াচ্ছে বিরোধী শিবির। তার মাঝে আইনি লড়াই জোরদার হয়েছে। এসবের মাঝে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার চাঞ্চল্যকর দাবি করেছেন যে,তেজস্বির সচিবই অভিযুক্তদের রুম বুক করে দেয়। তাঁর অভিযোগ,প্রিতম কুমারই নিটের কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিকে থাকার ব্যবস্থা করে দেন। সিকেন্দ্র কুমারের সঙ্গে প্রিতম কুমারের গোপন বোঝাপড়া রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
আসলে লালু পরিবারকে নিশানা করতে ও নজর ঘোরাতেই এই দাবি বলে আজেডি মনে করছে। তাঁর দাবি অনুযায়ী, তেজস্বী যাদবের ব্যক্তিগত সচিব প্রিতম কুমার ১ মে অতিথিশালার এক কর্মী প্রদীপ কুমারকে ফোন করেন। এরপর ৪ মে তিনি আবার প্রদীপ কুমারকে ফোন করে রুম বুক করে দেওয়ার জন্য জেদাজেদি করেন। প্রিতম কুমার তেজস্বী যাদবের প্রভাব খাটিয়ে যাবতীয় কুকর্ম করেন বলে বিজেপির প্রভাবশালী নেতাও উপ-মুখ্যমন্ত্রী মনে করছেন। তাই তিনি গোটা বিষয়টি তদন্ত করার পক্ষে সওয়াল করেছেন। বিজয় সিনহার আরও দাবি,অবিলম্বে প্রিতম কুমারের সঙ্গে অভিযুক্তের যোগের ঘটনার বিষয়ে তেজস্বী যাদব অবস্থান পরিষ্কার করুক। এখানেই শেষ নয়,পুরো লালু পরিবারকে জড়িয়ে দেওয়ার জন্য বিজয় কুমার সিনহা অতীতে তাঁদের সম্পর্কের যোগসূত্রের কথাও তুলে ধরেছেন। তাঁর কথায় উঠে এসেছে,যখন লালু প্রসাদ যাদব রাঁচিতে জেলে ছিলেন,সেইসময়কার কথা।
সেসময় নাকি সিকন্দর কুমার যাদবেন্দু লালুপ্রসাদের কাজ করতেন বলে অভিযোগ। সেচ দফতরের জে ই পদে তাঁর দায়িত্ব সামলানোর কথাও উঠে এসেছে। বিজেপির যুক্তি তেজস্বী যাদবও মানুষের ভবিষ্যত নিয়ে খেলা করেছেন।অতীতে যেভাবে আরজেডি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছে সেভাবেই ভবিষ্যত নিয়েও খেলা করছে।নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার কথা তুলে ধরে কার্যতঃ বিরোধী শিবিরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন বিজেপির প্রভাবশালী নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার যাদব।
#WATCH | Patna: On NEET issue, Bihar Deputy CM Vijay Sinha says, “Tejashwi Yadav should clarify if Pritam Kumar is still his PS and he should also clarify who is Sikander Kumar Yadavendu. When Lalu Prasad Yadav was jailed in Ranchi, Sikander Kumar Yadavendu used to be at Lalu’s… pic.twitter.com/NBsnGBBFXe
— ANI (@ANI) June 20, 2024
এদিকে,অতিথিশালার এক কর্মী প্রদীপ কুমার সিনহার দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন।তিনি জানিয়েছেন,প্রিতম তাঁকে ১মে ফোন করেছিলেন রুম বুক করার জন্য।তারপর ৪ মে আবার একই কারণে ফোন করে অতিথিশালার একটি ঘর বরাদ্দ করার আর্জি জানানো হয়। এরমধ্যে নিটের দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ৪ অভিযুক্তই স্বীকার করেছে তারা মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে তাঁরা জড়িত ছিলেন।নিট-এর প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুলেছেন ‘মূলচক্রী’ অমিত আনন্দও। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অমিত জানিয়েছেন, ৩০-৩২ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে।