শিক্ষা

২৮’শে ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস, কী হয়েছিল তখন? জানুন দেশের গৌরবের ইতিহাস

National Science Day is celebrated on February 28, what happened then? Know the glorious history of the country

The Truth Of Bengal : প্রতি বছর ২৮ ফেব্রয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। দেশের অগ্রগতির পিছনে বিজ্ঞানীদের ভূমিকার কথা মাথায় রেখে এই দিনটি পালন করা হয়। এছাড়াও এই দিনটি পালনের পিছনে রয়েছে অন্য এক ঘটনা । বিশেষ দিনটি পালনের পিছনে ভূমিকা আছে বিজ্ঞানী সিভি রামন । আসুন জেনে নেওয়া যাক জাতীয় বিজ্ঞান দিবস সম্পর্কে কিছু অজানা তথ্য।

কে ছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন ?
স্যার চন্দ্রসেখর ভেঙ্কট রামন ছিলেন একজন পদার্থবিদ। ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন ‘রামন এফেক্ট’ আবিষ্কার করেন। এ জন্য ১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। প্রতিবছর তাঁর সম্মানে তাই ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় দেশেজুড়ে।

রামন এফেক্ট’ কী?
রামন এফেক্ট’ হল আলোর বিচ্ছুরণ সংক্রান্ত একটি আবিষ্কার। যখন আলো কোনও বস্তুর ওপর দিয়ে যায় তখন তা ভেঙে গিয়ে যে বিচ্ছুরিত হয় তার ব্যাখ্যা এই ‘রামন এফেক্ট’। কলকাতার ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’-এ বসে এই যুগান্তকারী সৃষ্টি করেছিলেন সি ভি রামন। যদিও বিষয়টি প্রথম তিনি খেয়াল করেছিলেন ১৯২১-এ ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে। যেখানে সাগরের জলে নীল আলোর বিচ্ছুরণ দেখে এই ভাবনা আসে তাঁর । তার পর ল্যাবরেটরিতে বসে তিনি কাজ শুরু করেন মার্কারি ল্যাম্প ও বরফের টুকরো দিয়ে। এই সংক্রান্ত পেপার তিনি প্রকাশ করেছিলেন ১৯২৮-এ। তাঁর আগে রাশিয়ান পদার্থ বিজ্ঞানী গ্রিগরি ল্যান্ডসবার্গ ও লিওনিড ম্যান্ডেলস্টাম এই বিষয় নিয়ে কাজ করেছিলেন। কিন্তু তাঁরা পেপার প্রকাশ করতে দেরি করে ফেলেন, তাই কৃতিত্ব যায় সি ভি রামনের ঝুলিতে।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান দিবস পালনের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে এই ‘রামন এফেক্ট’। এই দিনেই তিনি এই আবিষ্কারের কথা জানান। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব কতখানি তা বলা বাহুল্য। আর এই জাতির উন্নতিতে বিজ্ঞানের সাহায্য নিয়ে যে সকল কাজ করা হচ্ছে, যেগুলি করার চেষ্টা চলছে বা এতদিন পর্যন্ত যা যা হয়েছে তার সবকিছু স্মরণ করেই পালিত হয় ‘জাতীয় বিজ্ঞান দিবস’।

Free Access

Related Articles