শিক্ষা

প্রকাশ্যে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ

Madhyamik Admit Card

The Truth of Bengal: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এক নির্দেশিকায় পর্ষদ জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিসে গিয়ে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। ২৪ জানুয়ারি থেকে ছাত্রছাত্রীরা তাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিতে পারবে। পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে, তা ২৯ জানুয়ারির মধ্যে সংশোধন করতে হবে।

এই বছরের মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে এই নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট ফর্ম যে সমস্ত স্কুল এখনও জমা দেয়নি, তাদের জন্য ফের একদফা সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলি চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম জমা দিতে পারবে।

তবে এক্ষেত্রে স্কুলগুলিকে লেট ফাইন দিয়েই আবেদনপত্র জমা দিতে হবে। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল এই সময়সীমা। অ্যাডমিট কার্ডের মধ্যে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়সূচি, পরীক্ষার বিষয়, এবং পরীক্ষার নির্দেশিকা ইত্যাদি তথ্য থাকবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে না।

 

Free Access

Related Articles