শিক্ষা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়মের কড়াকড়ি

Joint Entrance Exam

The Truth of Bengal,Mou Basu: ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবার নিয়মের আরও কড়াকড়ি করছে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবার থেকে পরীক্ষা চলাকালীন শৌচাগারে গেলেও ফিরে পরীক্ষার ঘরে ঢুকতে হলে পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ভাবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বা ছাপ দিতে হবে।

পরীক্ষার্থীদের পাশাপাশি বায়োমেট্রিক ছাপ দেওয়া বাধ্যতামূলক পরীক্ষাকেন্দ্রের আধিকারিক, পরীক্ষক, পরীক্ষাকেন্দ্রের অশিক্ষককর্মী এমনকি যাঁরা চা, জলখাবার দেবেন তাঁদের জন্যও। পরীক্ষায় কেউ যাতে অসাধু উপায় নিতে না পারে তা আটকাতেই এমন কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিএ’র অধিকর্তা সুবোধকুমার সিং। এতদিন পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় বায়োমেট্রিক ছাপ নেওয়া হত।

দেশের আইআইটি ও এনআইটি’র মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা হিসাবে ধরা হয় জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষাকে। ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষা সহ ১৩টি ভাষায় নেওয়া হবে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারিতে বেরোবে পরীক্ষার ফল। প্রথম ধাপের পরীক্ষার জন্য ১২.৩ লাখ পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে বলে জানিয়েছে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দ্বিতীয় ধাপে এপ্রিলে হবে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা।

Related Articles