শিক্ষা

নিঃশব্দে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার আবেদন ফি বাড়ল

JEE Exam Advanced application fees increase

The Truth of Bengal, Mou Basu: নিঃশব্দে আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার আবেদন করতে যে অ্যাপ্লিকেশন ফি লাগে তা বেড়ে গেল। ২০২৪ সালের জয়েন্টের পরীক্ষার আবেদন প্রক্রিয়া অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in মারফত শুরু হবে ২১ এপ্রিল থেকে।

ভারতীয় ছাত্রী ও তপশিলি জাতি ও উপজাতি ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের এখন ১৬০০ টাকা করে ফি দিতে হবে আবেদন করতে। আগে এর পরিমাণ ছিল ১৪৫০ টাকা। বাকি সব ক্যাটাগরির পড়ুয়াদের আবেদন ফি দিতে হবে ৩২০০ টাকা। আগে ফি দিতে হত ২৯০০ টাকা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশের বিদেশি পড়ুয়াদের আবেদন ফি দিতে হবে ২০০ মার্কিন ডলার করে, আগে দিতে হত ৯০ মার্কিন ডলার।

দেশের বিভিন্ন আইআইটি ছাড়াও বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, কলকাতা, বেরহামপুর, ভোপাল, মোহালি, তিরুবনন্তপুরম, তিরুপতি ও পুনের আইআইএসইআর, রায়বরেলির রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম টেকনোলজি, বিশাখাপত্তনমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জিতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।

আগামী বছর ২৬ মে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা। পরীক্ষা নেবে আইআইটি মাদ্রাজ। জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় পাশ করা প্রথম আড়াই লাখ পরীক্ষার্থীরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন ‘jeeadv.ac.in’ ওয়েবসাইটের মাধ্যমে। ২০২৪ সালের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের অ্যাপ্লিকেশন উইন্ডো খুলবে আগামী বছর ২১ এপ্রিল। তা সক্রিয় থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে ১৭ মে। ৪ জুন পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Free Access