শিক্ষা
Trending

প্রকাশিত IIT JAM পরীক্ষার ফল, দেশের সেরা বাঙালি পড়ুয়া বিশ্বায়ন ঘোষ

IIT JAM Exam Result Released, Country's Best Bengali Student Biswayan Ghosh

The Truth Of Bengal, Mou Basu: প্রকাশিত হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) জয়েন্ট অ্যাডমিশন পরীক্ষার ফল। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন বাঙালি পড়ুয়া বিশ্বায়ন ঘোষ। আইআইটি মাদ্রাজ নিজস্ব ওয়েবসাইট “jam.iitm.ac.in”-এ পরীক্ষার ফল প্রকাশ করেছে। চলতি বছরের পরীক্ষায় প্রথম হয়েছেন ম্যাথেমেটিক্যাল স্ট্যাটিসটিক্যাল কোর্সের ছাত্র বিশ্বায়ন ঘোষ। তাঁর প্রাপ্ত নম্বর ৯৩.৩%।

বায়োটেকনোলজি বিভাগে প্রথম হয়েছেন সিদ্ধান্ত ভরদ্বাজ (৯০%), রসায়ন বিভাগে প্রথম হয়েছেন সৌরভ কুমার (৯১.৬৭%), অর্থনীতিতে প্রথম মিহির দেব চৌধুরী (৭০%), জিওলজিতে প্রথম ফারহিন নাজ (৮৫.৩৩%), গণিতে প্রথম সার্থক শেঠি (৫৭.৩৩%), পদার্থবিদ্যায় প্রথম ইন্দুরেখা কুণ্ডু (৮৪.৩৩%)। ১১ ফেব্রুয়ারি হয় আইআইটি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট। ১০ এপ্রিল ৪ ধাপে কাউন্সেলিং হবে।

Related Articles