শিক্ষা

ডিএলএড প্রশিক্ষণ থাকলে বসা যাবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায়, রায় শীর্ষ আদালতের

If you have DLD training, you can appear in the primary recruitment exam

The Truth of Bengal: ২০২২ সালের টেট পরীক্ষায় এমন বহু পরীক্ষার্থীই আছে যাদের বিএড-এর প্রশিক্ষণ এবং ডিএলএড-এর প্রশিক্ষণও নেওয়া আছে। কিন্তু তাঁদের ফর্মে শুধু বিএড প্রশিক্ষণের উল্লেখ করেছিলেন। আর এবার সে নিয়েই জটিলতা তৈরি হয়েছিল। ২০২৩ সালের একটি নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না বিএড প্রশিক্ষিতেরা। যাঁরা ২০২২ সালের টেটে নিজেদের বিএড প্রশিক্ষিত হিসাবে উল্লেখ করেছিলেন, স্বাভাবিক ভাবেই তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না।

শুক্রবার সুপ্রিম কোর্টে ওই সংক্রান্ত জটিলতা কাটল। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পরীক্ষার্থীরা ফর্মে যা-ই লিখুক না কেন, ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তাঁরা। এর আগে কলকাতা হাইকোর্টও মামলাটিতে একই রায় দিয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাটির ডিভিশন বেঞ্চে শুক্রবার মামলাটি উঠলেও, পর্ষদের আর্জি খারিজ করে বেঞ্চ হাইকোর্টের রায়ই বহাল রেখেছে।

২০২২ সালের টেট পরীক্ষায় ১২ হাজার পদে নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছে বহু পরীক্ষার্থী সেই প্রক্রিয়ায় অংশগ্রহণও করেছেন। সুপ্রিম কোর্টের রায়ের জেরে পরীক্ষার ফর্মে ‘বিএড’ লেখা পরীক্ষার্থীদের ওই প্রক্রিয়ার বাইরে রাখা হয়। পরে অবশ্য পরীক্ষার্থীরা পর্ষদের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট পরীক্ষার্থীদের পক্ষেই রায় দিয়েছিল।

Related Articles