
The Truth of Bengal: শুক্রবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা।প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।এবার মোট ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসে। মোট ২৩৪১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিটি ঘরে দু’জন ইনভিজিলেটর বা গার্ড ছিল। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা জানান,প্রশ্নপত্র মোটের পর সহজই ছিল।
সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে সকলেই খুশি বলে জানিয়েছেন।পরীক্ষার্থীদের সুবিধার জন্য সবধরণের ব্যবস্থা নেওয়া হয়।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের গাইডলাইন মেনেই পরীক্ষাকেন্দ্রে,রাখা হয় সিসিটিভি। ভেনু সুপারভাইজার এর ঘরেও রয়েছে সিসিটিভি।প্রতিটি ঘরে ২ জন করে গার্ড দিচ্ছেন ।
২৫ জন করে ছাত্র পিছু একজন করে invigilator রয়েছেন ঘরে। সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা রাখা হয়েছে। এর দরুন কোনও একটি প্রশ্ন পত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকছে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাস্তায় ছিল পর্যাপ্ত বাস-মিনিবাস।