কুলি থেকে আজ ২৫০০ কোটি টাকার মালিক, জানুন এমজি মুথুর সফলতার কাহিনী
From coolie to owner of Tk 2500 crore today, know the success story of MG Muthu

The Truth Of Bengal : ইচ্ছে থাকলেই উপায় হয় তা আবারও প্রমাণ করে দেখালেন ডঃ এমজি মুথু। দুবেলা দুমুঠো খাবার জোটাতে জাহাজের বন্দরে কুলির কাজ করে বেড়ানোর মানুষটা আজ প্রায় ২৫০০ কোটি টাকার মালিক। ট্রুথ অফ বেঙ্গলের দর্শকের জন্য আজ রইলো এমনই এক লড়াকু পুরুষের গল্প।
তামিলনাড়ুর এক হতদরিদ্র পরিবারের পুত্র এমজি মুথু। বাবা ছিলেন একজন দিনমজুর। তামিলনাড়ুরই এক জমিদারের ক্ষেতে তিনি চাষবাসের কাজ করতেন। কিন্তু তার মনে ইচ্ছে ছিল টাকার অভাবে পড়াশোনা না করতে পারা এই অভাগা চাষীর ছেলেকে পড়াশোনায় করিয়ে উচ্চশিক্ষিত করার। তাই এলাকার একটি সরকারি স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছিলেন বাবা। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা থাকায় এমজি পড়াশোনা ছেড়ে জমিদারের বাড়িতে বাবার সাথে কাজ করতেন। কিন্তু সেখানেও হাড়ভাঙ্গা পরিশ্রম করতে করতে মুথু বুঝেছিলেন তাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্য কোন পথ অবলম্বন করতে হবে। ছোটবেলা থেকেই মথুর ইচ্ছে ছিল অন্য কারোর পরিচয় না বেঁচে নিজের পরিচয় স্বাধীন ভাবে বাঁচার। তাই সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম থেকে ক্লান্ত হয়ে অবশেষে কোন উপায় না পেয়ে অবশেষে 1957 সালে কাজের খোঁজে মাদ্রাজ বন্দরে চলে এসেছিলেন মুথু। প্রায় দশ বছর মাদ্রাজের একটি বন্দরে মালপত্র ওঠানো নামানোর কাজ করতেন তিনি।
ছোটবেলা থেকেই মুথু ছিলেন অত্যন্ত সঞ্চয়ী, তাই কুলির কাজ করে যেটুকু টাকা উপার্জন করতেন তার অধিকাংশই সঞ্চয় করে রাখতেন। এরপর একদিন নিজের পরিশ্রমে জমানো টাকা থেকেই একদিন শুরু করেছিলেন নিজস্ব লজিস্টিকের ব্যবসা। মনে অদম্য ইচ্ছা শক্তি, স্বচ্ছ মানসিকতা এবং প্রবল প্রচেষ্টার জেরে অল্প কিছুদিনের মধ্যেই তার ব্যবসা দাঁড়িয়ে গেছিল। কঠোর পরিশ্রমের কোন বিকল্প হয় না তাই এভাবেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এবং কর্মচারীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে তার ব্যবসার উন্নতি হতে শুরু করে। আজ মূথু বেঁচে নেই, কিন্তু তার তিলে তিলে তৈরি এই ব্যবসা গোটা ভারতবর্ষের বুকে এমজিএম গ্রুপ একটি ব্র্যান্ড। তবে তার তৈরি এই কোম্পানি খনিজ উত্তোলন থেকে শুরু করে হোটেল, রেস্তোরা এবং খাবারের ব্যবসাতেও প্রবল জনপ্রিয়তা বজায় রেখেছে। শব্দটি তামিলনাড়ুর একটি পানীয় সংস্থা কিনে নিয়েছেন এই এমজিএম গ্রুপ। শুধু তাই নয় এছাড়াও মালয়েশিয়াতে মেরি ব্রাউন নামে একটি সুন্দর রেস্তোরাও রয়েছে তাদের। ট্রুথ অফ বেঙ্গলের পক্ষ থেকে কুর্নিশ এই হার না মানা এমজি গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় এমজি মুথুকে।