শিক্ষা

কেন ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত করা হয় , জানেন কি ?

Do you know why 28th February is celebrated as National Science Day?

The Truth Of Bengal : বিজ্ঞানের দানে আধুনিক হচ্ছে জীবন । এবং দ্রুততার সাথে এগিয়ে চলছে সভ্যতাও । এবং এই বিজ্ঞানই মানুষের জীবনকে সহজে করে তুলেছে  ।  আজকালকার যুগের কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI আবিষ্কার করেছে সেই বিজ্ঞান’ই । বৈজ্ঞানিক সাফল্যটা যে শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়ে সীমাবদ্ধ আছে  তা নয় , ভারতীয় বিজ্ঞানীরাও কোন অংশে কোন অংশে পিছিয়ে নেই এই বিষয়ে  । তবে ভারতে বিজ্ঞানের জন্ম দিয়েছে অনেক পদার্থবিদ ও বিজ্ঞানীরা  । আর ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে অন্যতম বিজ্ঞানী হলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন । কারণ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন  এক আলোকবিদ্যা আবিষ্কার করেছিলেন । যে আলোক বিদ্যা তার নামেই  অর্থাৎ রমন এফেক্ট নামে নামকরণ করা  হয়েছিল  ।  আর এই আবিষ্কার কে উৎসাহিত করার জন্যই প্রতিবছর ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ভারতে পালন করা হয় ।১৯২১ সালে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি । দেশে ফেরার সময় সমুদ্রের নীল জল দেখে  তার মনে প্রশ্ন জেগেছিল  , কেন জলের রং নীল । এর পিছনে কারণ কি?  আর সেই থেকে ভাবনা শুরু । দীর্ঘ সাত বছর পর সিভি রমন আবিষ্কার করেন রমন এফেক্ট ।

রমন এফেক্ট কাকে বলে ?

রমন এফেক্ট হল একটু স্বচ্ছ পদার্থের ভৌত ধর্মের কথা বলে । সহজ কথায়, রআমন প্রভাব বলতে সেই ঘটনাকে বোঝায় যেখানে আলোর একটি প্রবাহ যখন তরলের মধ্য দিয়ে যায়, তখন তরল দ্বারা বিক্ষিপ্ত আলোর একটি ভগ্নাংশ ভিন্ন রঙের হয়। এটি আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের কারণে ঘটে যা ঘটে যখন একটি আলোক রশ্মি অণু দ্বারা বিচ্যুত হয়।

উল্লেখ্য , ১৯২৮ সালের ২৮ শে ফেব্রুয়ারি এই রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন কিংবদন্তি ভারতীয় বিজ্ঞানী সিভি রমন। এবং ,১৯৩০ সালে  রমন এফক্ট আবিষ্কার করার ফলে সিভি রমনকে নোবেল পুরস্কার ও দেওয়া হয় । এতে ভারতকে তিনি গর্বিত করেছেন।  ১৯৮৬ সালে দেশের ন্যাশনাল কাউন্সিলিং পর সাইন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন ভারত সরকারকে ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দেবাশী হিসেবে ঘোষণা করার অনুরোধ জানায় । এবং ১৯৮৭ সাল থেকে আজকের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে সারা দেশে উদযাপিত হয়ে চলেছে ।

Free Access