শিক্ষা

ফের বদল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিতে

Change again in 2025 secondary examination schedule

The Truth of Bengal,Mou Basu: ফের বদলে গেল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি। রবিবার রাতের দিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ১৪ ফেব্রুয়ারি নয়, ঠিক তার ২ দিন আগে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষা শুরু ও শেষের দিন ঘোষণা করা হলেও মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময়, ২০২৫ সালের মাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা ঘোষণা করবে পর্ষদ। গত ১২ ফেব্রুয়ারি বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই পরের বছরের পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

কেন পরের বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল ঘটল সে বিষয় পর্ষদের তরফে কিছু বলা না হলেও ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী পড়ছে বলে সরকারি ছুটি থাকবে। তাই পরীক্ষার শুরুর দিন এগিয়ে আনা হল। তবে পরীক্ষা শেষ হবে নির্ধারিত দিনেই।

Related Articles