কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত
Calcutta Police constable and lady constable exam results out

The Truth of Bengal, Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in/ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি টেস্টের রেজাল্ট দেখা যাবে। গত ৪ জুন পরীক্ষা হয়েছিল। তারপর ১৩ সেপ্টেম্বর ‘ফাইনাল অ্যানসার কি’ (চূড়ান্ত উত্তরপত্র) প্রকাশিত হয়। অবশেষে ২৭ সেপ্টেম্বর পরীক্ষার ফল বেরিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ‘Physical Measurement Test’ এবং ‘Physical Efficiency Test’-এ বসতে হবে। যে পরীক্ষা আগামী ৬ অক্টোবর হতে পারে বলে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শিগগিরই ‘Physical Measurement Test’ এবং ‘Physical Efficiency Test’-র নির্দিষ্ট দিনক্ষণ, সূচি এবং স্থান জানানো হবে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড।
কীভাবে পরীক্ষার ফল দেখবেন?
১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in/ -তে যেতে হবে।
২) হোমপেজে ‘Recruitment of Constable & Lady Constable to Kolkata Police 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। ওপরে ‘Result of Preliminary Written Test for Recruitment to the posts of Constables/ Lady Constables in Kolkata Police – 2022’ লেখা থাকবে। সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। বেছে নিতে হবে জেলা। ‘Search Result’-তে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে পরীক্ষার ফল দেখা যাবে। তা ডাউনলোড করে রাখতে হবে।
Free Access