
The Truth of Bengal: রাজ্যের পড়ুয়াদের স্বার্থে ৪ বছরের স্নাতক স্তরের কোর্স মেনে নেওয়া হয়েছে।তবে কেন্দ্রের চাপিয়ে দেওয়া জাতীয় শিক্ষানীতি মানছে না রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় বাংলার সরকারের অবস্থান আরও একবার স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।শিক্ষায় এককেন্দ্রীকরণও গৈরিকীকরণের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি বাংলা যে বিকল্প শিক্ষানীতি চায়, সেই বার্তাও দিয়েছেন শিক্ষামন্ত্রী।
মানবসম্পদের দুটি নির্ণায়ক বিষয় হল শিক্ষাও স্বাস্থ্য।স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকই শিক্ষার দেখভাল করত।এখন চমক দিয়ে সেই মানব সম্পদ দফতরের নাম বদলে শিক্ষামন্ত্রক করা হয়েছে।নামকরণে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে শিক্ষায় এককেন্দ্রীকরণ ও গেরুয়াকরণের গুরুতর অভিযোগ উঠছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।২০২০সালে কেন্দ্র জাতীয় শিক্ষানীতি গ্রহণ করে। তাতে একগুচ্ছ পরিবর্তন আনা হয়।
বহুত্ববাদী সংস্কৃতির মতোই শিক্ষাচর্চাতেও ভিন্নতার ধারা রয়েছে তাকে মান্যতা না দিয়ে কেন কেন্দ্রীকরণ ও মেরুকরণের চিন্তা চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্যের ৭লক্ষের কাছে পড়ুয়া যাতে সর্বভারতীয় স্তরে কোনও সমস্যায় না পড়ে সেজন্য ৪বছরের ডিগ্রি কোর্স চালু করা হয়েছে।বাম আমলে যেভাবে ইংরেজি তুলে দিয়ে ভুল করা হয়েছিল সেই ভুল বর্তমান সরকার করতে চায় না।বাস্তবধর্মী –বিকল্পের দিশা দিয়ে শিক্ষামন্ত্রী সবার জন্য শিক্ষার মিশনকে জোরদার করার কথাও তুলে ধরেন। বিজেপি সরকারের কেন্দ্রীকরণের নীতি যে বাংলা বিরোধিতা করে চলবে তাও স্পষ্ট করে দেন ব্রাত্য বসু।