শিক্ষা

প্রকাশিত হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড

Admit card for state joint entrance exam released

Truth Of Bengal :  সামনেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড। প্রত্যেক ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া।

প্রত্যেকটি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য wbjeeb.nic.in এ যেতে হবে। এরপর অ্যাডমিট কার্ড ২০২৫ লিঙ্কটি নির্বাচন করতে হবে।এরপর প্রার্থীদের লগইন বিবরণ দিয়ে সাবমিট নির্বাচন করলেই ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ড।

বলা বাহুল্য, রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোর্সে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে থাকে। প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসেন। চলতি বছর প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। দুটি শিফটে হবে পরীক্ষা।

প্রথম পেপার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এবং পেপার ২-এর পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।  এ পরীক্ষায় বসতে গেলে প্রত্যেকটি পরীক্ষার্থীর বয়স হতে হবে ১৭ বছর। সেইসঙ্গে ২০২৫ সালে দ্বাদশ শ্রেণি বা এর সমতুল্য পরীক্ষায় অংশ নিতে হবে। তাহলেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার অনুমোদন মিলবে।

Related Articles