মাধ্যমিকের মেধা তালিকায় আরও ৭জন, আগামীবছর ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা
7 more people in Madhyamik merit list, Madhyamik exam next year on February 10

The Truth of Bengal: এবার মাধ্যমিকের মেধা তালিকায় বেশকিছু ভুল সংশোধন করা হল।এক থেকে দশের তালিকায় ঢুকে পড়ল আরও ৭জন পরীক্ষার্থী।মধ্যশিক্ষা পর্ষদের সূত্রে জানা গেছে,৬৩লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১২হাজার পরীক্ষার্থীর খাতায় ভুল।নম্বর স্কুটিনি করে ২২ নম্বর পর্যন্ত নম্বর বেড়েছে।যার ফলে এক থেকে দশের তালিকায় ঢুকে পড়েছে আরো সাতজন।মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই ভুল সংশোধনের ওপর গুরুত্ব দিয়েছেন।এদিকে আগামীবছরের মাধ্যমিকের রুটিন প্রকাশিত হয়েছে।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে । পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।এবছরের ভুল সংশোধন করে আগামী বছর নির্ভুল পরীক্ষার ব্যবস্থা করতে চায় মধ্য শিক্ষা পর্ষদ।