‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’
'The wild are beautiful in the forest, the children are in the womb'

Truth Of Bengal: প্রহর গোনা শুরু বর্ষশেষের। অপেক্ষা নতুন বছরের। এই এক বছরের সাফল্য ব্যর্থতা নিয়ে চলছে হিসাব-নিকাশ। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ সর্বত্রই একাধিক ঘটনা ঘটেছে ২০২৪ সালে। আবার একাধিক নক্ষত্র পতন ঘটেছে এই বছরে। সব মিলিয়ে এমন অনেক ঘটনা মনে থাকবে। ভোলা সম্ভব হবে না। বছর আসে, বছর যায়। প্রবাহমান ধারায় এগিয়ে চলে সময়। আর সেই সময়ের সঙ্গে সঙ্গে অনেক পটপরিবর্তন ঘটে। আবার এমন কিছু অভ্যাস যা পরিবর্তন ঘটে না। সেখানে কোন সময় মানে না, সময়ের বেড়াজাল মানে না। অভ্যাস পরিবর্তনের মানসিকতার বদল ঘটে না। সেই অভ্যাস কখনো সচেতন মনে বা কখনো অচেতন মনে।
এমন অনেক অভ্যাস তৈরি হয় যার বদল ঘটালে হয়তো অনেক কিছু ভালো হতো। জেনে বুঝেও সেই ভালোর পথে এগোয় না আমরা। অভ্যাস পাল্টাতে চাই না বা চেষ্টা করি না। যেমন নির্বিচারে গাছ কাটা। প্রয়োজনের অতিরিক্ত জল অপচয় করা। প্রয়োজন না থাকলেও বিদ্যুৎ অপচয় করা, প্লাস্টিকের ব্যবহার। জেনে বুঝে পরিবেশকে ধ্বংস করে চলেছি আমরা। প্রকৃতিকে ধ্বংস করছি। আর তাই প্রকৃতি এবং প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত জীবজগৎ এর শিকার হচ্ছি। ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। এই আপ্তবাক্য আমরা সবাই জানি। সবাই জেনে বুঝেও তা মান্যতা দিই না।
নির্বিচারে বন ধ্বংস হয়ে যাচ্ছে। যাদের থাকার কথা বনে তারা পরিবেশ পাচ্ছে না সেখানে থাকার। মাঝেমধ্যেই তাই লোকালয়ের দিকে চলে আসছে। এই যেমন বাঘিনীর গল্প। ওড়িশা থেকে পুরুলিয়ার জঙ্গল হয়ে বাঁকুড়া। বহু চেষ্টার পর সাত দিনের মাথায় বাঘবন্দি করতে সক্ষম হন বন দফতরের আধিকারিকরা। আবার তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। আগামীতে যাতে তারা জঙ্গল থেকে আর বেরিয়ে না আসে তার জন্য কী স্থায়ী কোন সমাধান হবে! নতুন বছরে আমরা কি অঙ্গীকারবদ্ধ হতে পারব? অঙ্গীকার করতে পারবো প্রকৃতির ওপর কোনো থাবা বসাবো না। চেতনা জাগুক সকলের মনে।