দুর্গাপুজো ২০২৪

৩০০ বছরের প্রাচীন কংস বনিক পরিবারের দুর্গা পুজোয় রয়েছে পৌরাণিক ইতিহাস

The 300 year old Kansa Banik family has a mythological history in Durga Puja

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: চৈতন্য ভূমি নবদ্বীপের প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম কংসবণিক পরিবারের দুর্গাপূজা। এই পূজা আনুমানিক ৩০০ বছর ধরে চলে আসছে বলে দাবি পরিবারের সদস্যদের। প্রতিবছর নবদ্বীপ বড়াল ঘাট এলাকায় কংস বনিক পরিবারের নিজ বাসভবনে বৈদিক রীতি মেনে এই পূজোর আয়োজন করেন কংসবণিক পরিবারের সদস্যরা।

সুপ্রাচীন এই দুর্গাপুজো প্রসঙ্গে কংস বণিক পরিবারের অন্যতম সদস্য কার্তিক কংস বণিক জানান, আনুমানিক ৩০০ বছর আগে বাংলাদেশের ফরিদপুর জেলার পালঙে পুজোর সূচনা করেন কংস বনিক পরিবারের তৎকালীন সদস্যরা। সেখানেই প্রতিবছর দুর্গাপূজোর সময় রীতি মেনে দেবী দুর্গার আরাধনার আয়োজন করতেন। এরপর ভারতবর্ষে চলে আসার পর থেকে পারিবারিক প্রাচীন রীতি মেনে একইভাবে প্রত্যেক বছর নবদ্বীপ বরালঘাট এলাকায় কংস বনিক পরিবারের নিজ বাসভবনে দুর্গা পুজোর আয়োজন করেন বর্তমান বংশধরেরা।

এই পরিবারের দূর্গা পুজোর বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পুজোর কদিন দেবী দুর্গার ভোগ হিসেবে শুধুমাত্র ফল নিবেদন করা হয়। পাশাপাশি মূর্তির ক্ষেত্রেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। এই পরিবারের এক চালির সাবেকি দুর্গা প্রতিমায় গণেশ থাকে বাঁ দিকে। আর কার্তিক থাকে দেবী মূর্তির ডান দিকে। প্রতিবছর পারিবারিক এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন কংশবণিক পরিবার। আজ মহা সপ্তমী, সকাল থেকেই বাদ্যযন্ত্র বাজিয়ে পুজো পাঠ শুরু হয়, দেবী পুজোয় শুধু পরিবারের সদস্যরাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন না, আবেগ জড়িয়ে আছে এলাকার মানুষদেরও।

Related Articles