বিলেতের বুকে মাতৃবন্দনা! এসেক্সের পুজোয় রয়েছে আন্তরিকতার ছোঁয়া
probashe durga puja 2024 england s essex durga puja stepped in 9th year

Truth Of Bengal : ক্রিসমাস এবং দুর্গাপূজা উভয়েই কেবল ধর্মীয় উদযাপন নয়, বরং পরিবার ও সমাজের মেলবন্ধনের প্রতীক। ক্রিসমাস হল পরিবারের সবাইকে একত্রিত করার সময়, যেখানে একটি টেবিলে বসে সারা বছরের স্মৃতি ও গল্প ভাগাভাগি করা হয়। দুর্গাপূজা হল সেই সময়, যখন আমরা ব্যস্ততা ভুলে আনন্দে কিছু দিন কাটাই এবং আন্তরিকতায় মন উজাড় করি। এসেক্সের দুর্গাপূজা ঠিক এই অনুভূতির ধারক ও বাহক, যার আন্তরিকতা পাঁচ দিনের সময়সীমা পেরিয়ে সদানন্দে বিরাজ করে।
এসেক্সের গিডিয়া পার্ক ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত এই পুজো এবার ৯ বছরে পা দিয়েছে, এবং প্রতি বছরের মতো এবারও একই উদ্দীপনা বজায় রয়েছে। প্রতিমা নির্মাণ করেছেন মোহনবাঁশী রুদ্রপাল ঘরানার প্রসিদ্ধ মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল। এবারের পুজোর থিম ‘উই ডিমান্ড জাস্টিস’, যার স্লোগান হল ‘পুজো হবে আচার মেনে, উৎসব হবে বিচার পেলে’।
ক্লাবের সবুজ পরিবেশে মণ্ডপের অভিনব সজ্জা সকলের নজর কাড়বে। দেওয়ালে নিউ মার্কেট, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বরের চিত্র আঁকা হবে, যা কলকাতার অনুভূতি জাগাবে। কালীঘাটের পটুয়াশিল্পীদের আঁকা ছবি স্হাপত্যের গভীরতা তুলে ধরবে।
পুজো কমিটির উদ্দেশ্য হল পুজোর সারমর্ম প্রজন্মান্তরে বহন করা। এখানের শিশুরা পিছনের বেঞ্চে বসে ফোনে ব্যস্ত না হয়ে, মাটিতে বসে পুরোহিতের কথা মন দিয়ে শোনে এবং পুজোর রীতি হৃদয়ে ধারণ করে। প্রতিদিন দুপুর ও রাতে খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকে, যা কমিটির সদস্যরা নিজের হাতে পরিবেশন করেন এবং প্রতি বছর সকলের হৃদয় জয় করে নেন।