দুর্গাপুজো ২০২৪

বন্যা শেষে উৎসবের প্রস্তুতি! পিংলা ব্লকে এবার “বৃন্দাবনের প্রেম মন্দির”

Preparation for the festival after the flood! "Brindavana Prem Mandir" Now in Pingla Block

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বন্যার প্রক্যপ কাটিয়ে সবে ধীরে ধীরে ছন্দে ফিরছে ঘাটাল, দাসপুর, কেশপুর ও ডেবরার জলক্লাবিত বিস্তীর্ণ এলাকার মানুষজন উৎসবমুখী হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলা ব্লকের এবারের দুর্গা পুজোর থিম “বৃন্দাবনের প্রেম মন্দির”।

উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের অনুরূপে গড়ে তোলা হয়েছে মন্ডপ ও প্যান্ডেলসজ্জা। এলাকার মানুষের মুখে চোখে কষ্টের ছাপকে লাঘব করতে একটু আনন্দ দিতে দুর্গোৎসবে এই পুজো মন্ডপ প্রস্তুত করেছে প্রেম মন্দির। প্রেম মন্দির মানেই সনাতনীদের ও শ্রীকৃষ্ণের প্রতি ভক্তবৃন্দদের এক স্বপ্নের গন্তব্য। পুজোয় বিভিন্ন মন্ডপে সাজসজ্জা ও ঠাকুর দেখলেও এই “প্রেম মন্দিরে” আসলে আকৃষ্ট হয়ে যাবেন ৮ থেকে ৮০ সকলেই।

আলোকসজ্জা থেকে মন্ডপের ভেতর সুমধুর কৃষ্ণের বাঁশির আওয়াজ অন্তরকে জাগ্রত করে তুলবে। বর্ষার প্রকোপের পরেই পুজো আশায় অনেকটা কষ্টের মধ্য দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়েছে এই পুজো মন্ডপ। আর ইতিমধ্যেই জেলার দূরদূরান্ত থেকে মানুষজন আসছেন তাদের প্রিয় প্রেম মন্দিরের পুজো দর্শন করতে।

Related Articles