দুর্গাপুজো ২০২৪

গোল্ডেন জুবিলী দুর্গোৎসবে মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবের নয়া চমক ‘সুন্দরবনের প্রকৃতি’

Mahishbathan Vidyasagar Club launches 'Nature of the Sundarbans' at Golden Jubilee Durgotsav

Truth Of Bengal: কোচবিহার: মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবের এবার গোল্ডেন জুবিলী দুর্গোৎসব। এবারের দুর্গোৎসবে মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবের বিশেষ আকর্ষণ থাকছে সুন্দরবনের প্রকৃতি। সুন্দরবন কে কেন্দ্র করে সেখানকার মানুষের জীবিকা জীবনযাত্রা এবং সুন্দরবনের প্রকৃতিকে ফুটিয়ে তুলতে বর্তমানে ক্লাব চত্বরে চলছে শেষ পর্যায়ে কাজ। সম্পূর্ণ মণ্ডপ তৈরি হচ্ছে প্রকৃতি বন্ধক সামগ্রী দিয়ে। প্রতিমা তৈরি করছে কৃষ্ণনগর শিল্পীরা। একইসঙ্গে চমক থাকছে চন্দননগরের বিশেষ আলোকসজ্জা।

মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবের পুজো উদ্যোক্তাদের দাবি একদিকে যেমন সুন্দরবনের প্রকৃতিকে তারা ফুটিয়ে তুলবে তার পাশাপাশি সেখানকার মানুষের জীবিকা এবং জীবন যাত্রা ফুটিয়ে তুলবে। আর সে কারণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শিল্পীরা। মহিষ-বথান বিদ্যাসাগর ক্লাবের পুজো কমিটির কোষাধ্যক্ষ সুরজিৎ দত্ত জানান, সুন্দরবন যারা দেখেছেন তারা এই পুজো মণ্ডপে আসলেই বুঝতে পারবেন সুন্দরবনের প্রকৃতিকে কতটা ফুটিয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে যারা সুন্দরবন যাননি তারা মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবের এই পুজো মন্ডপে আসলে তাদের আর সুন্দরবন না গেলেও চলবে।

তিনি বলেন, একদিকে যেমন সুন্দরবনের বাঘ, কুমির, আছে তেমনি আরেকদিকে সেখানকার বাসিন্দাদের যে প্রধান জীবিকা জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা সে বিষয়গুলি শিল্পীরা ফুটিয়ে তুলছে। একই সঙ্গে সুন্দরবনের বনদেবীর আদলে কৃষ্ণনগরের শিল্পীরা প্রতিমা নির্মাণ করেছে। তিনি জানান এবারে ৬০ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। পুজো উদ্যোক্তারা আশাবাদী এবার এক নতুনত্ব এবং সুন্দর উপহার দিতে চলেছে মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব। এবং এবার পুজোয় লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে বলেই তারা আশাবাদী।

Related Articles