“একাকীত্বে” র মধ্যেই ঘটে নিজের সঙ্গে নিজের পরিচয়, সেই আত্মোপলব্ধির কথা তুলে ধরছে ঢাকুরিয়া সার্বজনীন
It is in "solitude" that self-identification takes place, the self-realization that Dhakuria universalises.

Truth Of Bengal: Mou Basu: একাকীত্ব আসল এক দর্শন। একাকীত্ব আসলে আমাদের আত্মোপলব্ধি করতে শেখায়। একাকীত্বের মাধ্যমে আমরা নিজেদের খুঁজে পাই। নিজের সঙ্গে নিজের পরিচয় ঘটে। উৎসব মানে শুধু তো বাহ্যিক আড়ম্বর নয়।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। উৎসবের সময়ই তো আমাদের আত্মদর্শন করান, নিজের ভেতরে চেতনা জাগায় যে ইঁদুর দৌড়ে শামিল হতে গিয়ে আসলে আমাদের নিজেকেই হারিয়ে ফেলছি না তো। বাহ্যিক আড়ম্বর, অর্থোপার্জন, ক্ষমতার দম্ভে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের থেকে দূরে সরে যাচ্ছি না তো?
সেই দৃষ্টিভঙ্গি থেকেই এবছর ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় শিল্পীর নিবেদন “নির্বাক”। নির্বাক থেকে একাকীত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী।
হঠাৎ কীভাবে এমন থিমের রূপায়ণের কথা মাথায় এল? এপ্রসঙ্গে বলতে গিয়ে সৌভিক কালী জানান, ” ২০২৩ সালের মাঝামাঝি সময়ে আমি হঠাৎই মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। মুখে অস্ত্রোপচার হয়। কথা বলা বারণ ছিল। এদিকে আমি কথা বলতে খুব ভালোবাসি। তাই আমার ঘরে কেউ ঢুকত না পাছে আমি কথা বলে ফেলি।
দিনের অধিকাংশ সময় চার দেওয়ালের মধ্যে বন্দী দশায় কাটে। শুয়ে বসেই একাকী কেটে যেত সময়। কখন যে এভাবে ঘড়ির কাঁটা ঘুরে চলত খেয়ালই থাকত না। এভাবেই দীর্ঘ ২০ দিন আমি নির্বাক থেকে একাকীত্বকে অনুভব করেছি। অসুস্থতার সময় নিজেকে ভালো করে চিনতে পেরেছি। নিজের সঠিক মূল্যায়ন করতে পারি।
উপলব্ধি করেছি বাহ্যিক কৃতিত্বের কারণে সমাজে আমরা বিভিন্ন রকমের মুখোশ পরে থাকি। একাকীত্ব আসলে আত্মোপলব্ধির দর্শন।” সেই আত্মোপলব্ধির কথা, একাকীত্বের গল্পই এবার থিমের মাধ্যমে তুলে ধরছেন সৌভিক ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসবের পুজোয়।