২৪৪ বছরের পা দিল পালবাড়ির দুর্গা, রয়েছে অলৌকিকতার ছোঁয়া
Durga of Palbari has turned 244 years, there is a touch of miracle

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: নদীয়া রানাঘাটের পুরোনো বাড়ীর দুর্গা পুজোর মধ্যে বিশ্বাসপাড়ার পাল বাড়ির দুর্গাপুজোতে এক আলাদা অনুভুতি রয়েছে। দেখতে দেখতে এই পুজোর বয়স ২৪৪ বছর। এই বাড়িতে মায়ের পুজোর সূচনা করেন সাগেরেশ্বর পাল, এরপর আরো মহাসামেরহে এই দুর্গা পুজো শুরু করেন লালগোপাল পাল।
এই দেবী প্রতীমা সাবেকি একচালার সহ অন্যান্য দুর্গা পুজোর মতন হলেও বেশ কিছু ভিন্ন বৈশিষ্ট রয়েছে এই বাড়ির পুজোতে। যদিও নবমীর দিন যেমন কাদা খেলা হয় তেমনই বিজয়া দশমীর দিন বিজয়ার পর নারায়ণ পুজোও করা হয়। দেওয়া হয় পাকান্ন ভোগ।
এই পুজোই রয়েছে অলৌকিকতা, জানা যায় এই পুজোতে এক বৃদ্ধা প্রাসদ চাইতে আসেন, প্রাসাদ দিতে গেলে তিনি অদৃশ্য হয়ে যান, এইরকম বেশ কয়েকবার হয়েছে। এখানে পুজো দিতে অনেকই ভিড় করেন। পুজো উপলক্ষে পরিবারের আত্মীয় স্বজন দূরদূরান্ত থেকে আসেন। তবে পালবাড়ীর এই দুর্গা মন্ডপ বহু প্রাচীন, ইটের প্রত্যেকটি গাঁথনিতে যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায়, অপূর্ব সুন্দরময় মন্দিরের চতুর্দিকে রয়েছে ছোট ছোট ক্ষুদ্র কাজ। অনেকের কথায় দেবী দর্শনের জন্য পাল বাড়িতে প্রবেশ করলে যেন মনে হয় দেবী খুবই জাগ্রত।
এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ দেবীর কাছে যা যা মানত করেছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। আর মাত্র কয়েকদিন বাকি পুজো, যেমন জোর কদমে চলছে পুজো প্রস্তুতি, তেমনি সাজিয়ে তোলা হচ্ছে পাল বাড়ির পুজো মন্ডপ।