দুর্গাপুজো ২০২৪রাজ্যের খবর

আমের জেলায় “আমের কথা”, এবার পুজোয় দর্শকদের চমক দিতে চলেছে মালদা

"Amer Katha" in Amer district, this time Malda is going to surprise the visitors in Puja

Truth Of Bengal: মালদা, অভিষেক দাস:- মালদা মানে আমের জেলা, মালদার আম জগৎ বিখ্যাত। আমের মরশুম তো শেষ! কিন্তু আম খাওয়ার শখ যারা রাখেন, তাঁরা পুজো মণ্ডপে আসলেই পেয়ে যাবেন মালদার সুস্বাদু রকমারি আম। তার সঙ্গেই পুরো দুর্গাপুজোর মণ্ডপটি গড়ে তোলা হচ্ছে বিভিন্ন “আমের কথা”র থিমের ওপর। এই পুজো মন্ডপের এক পাশে বসবে আমের বাজার। যেখানে দর্শনার্থীরা নিজেদের পছন্দের মতোন সস্তায় আম কিনতে পারবেন। এবারে “আমের কথা” থিম এবং আম বাজার করে দুর্গাপুজোর চমক দিতে চলেছে ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরাটুলি জুবলি রোড সংলগ্ন এলাকার নাট মন্দির হংস গিরিলেনের সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি।

ইতিমধ্যে জোড় কদমে চলছে সাজসজ্জার কাজ। মালদার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের বিশদ ব্যাখ্যা এবং সেই আম পুজো মন্ডপে বিভিন্ন আকৃতিতে তৈরি করে তুলে ধরা হবে। মালদায় যেসব আমের সুনাম রয়েছে, যার মধ্যে ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, রানীপসন্দ সহ আরো বেশ কিছু জাতের আমকে ঘিরেই মূলত তৈরি হচ্ছে সংশ্লিষ্ট পুজা কমিটির মন্ডপটি। এর সঙ্গেই পুজো মন্ডপে এক পাশে থাকবে আমের বাজার। যেখানে দর্শনার্থীরা ইচ্ছা করলেই পছন্দ মতো আম কিনতে পারবেন।

উল্লেখ্য, মালদার সুস্বাদু জগৎ বিখ্যাত আমের পরিচয় রয়েছে দেশজুড়ে। বিদেশের বাজারেও মালদার আমের সুখ্যাতি রয়েছে বরাবর। আর সেই অর্থকরী ফল আমকে ঘিরেই ইংরেজবাজারের নাট মন্দির হংসগিরি লেনের সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির কর্মকর্তারা চমক দিতে চলেছেন। বিভিন্ন কারুকার্যের মাধ্যমেই নানা জাতের আম পূজো মন্ডপে সাজ সজ্জায় তৈরি করা হচ্ছে। এবারে এই দুর্গোৎসব কমিটির পূজোর বাজেট প্রায় দুই লক্ষ টাকা। গত কয়েক বছরে একের পর এক থিমের পুজো করেই মালদাবাসীর আকর্ষণ কেড়েছে এই পুজো কমিটির কর্মকর্তারা। এবারও তাদের পুজোয় থাকছে “আমের কথা” নামক একটি থিমের চমক। যা আকর্ষিত করবে মালদা বাসিকে, ভিড় উপচে পড়বে বলে আশাবাদী ক্লাব কর্তারা।

Related Articles