ব্যবসারাজ্যের খবর

রাজ্যে শিল্পবান্ধব পরিবেশে খুশি শিল্পজগত

Industrial Hub

The Truth of Bengal: ২০১১ তে রাজ্যে তৃণমূল সরকার গঠন হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিল্প বান্ধব সরকার হিসেবে বারবার রাজ্যে শিল্পপতিদের বার্তা দিয়েছেন এবং রাজ্যে  শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে যা শিল্পপতিদের আকৃষ্ট করছে এবং বহু শিল্প সারা রাজ্যে এসেছে ও আসতে চলেছে। এই ধারা অব্যাহত। আজকে বাস্তবেই রাজ্যে কোন শ্রম দিবস নষ্ট হয় না। শ্রমিক বিক্ষোভ ,ধর্মঘট এগুলি এখন অতীত। বিদ্যুৎ জল রাস্তা যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। জমি এবং শ্রমিক সহজলভ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বান্ধব পরিবেশের বার্তা দিলেন রাজ্যের মন্ত্রীরা।

মার্চেন্ট চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রি র ১২২ তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য, শিল্প পুনর্গঠন ,নারী ,শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা, কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ,অর্থ, ভূমি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মার্চেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি র সভাপতি নমিত বাজোরিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শ্যাম স্টিল ইন্ডাস্ট্রি র  ডিরেক্টর ললিত বেরিওয়ালা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি এ সুরেখা, প্রাক্তন সভাপতি ও গ্লো স্টার ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান শিল্পপতি হেমন্ত বাঙ্গুর,চেম্বারের প্রাক্তন সভাপতি ও সেঞ্চুরি প্লাইবোর্ড ইন্ডিয়া এবং স্টার সিমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল , রুপা এন্ড কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর কুঞ্জবিহারী আগারওয়ালা, ধন্বন্তরি র কর্ণধার রাজেন্দ্র খান্ডেলওয়াল সহ বহু প্রখ্যাত শিল্পপতিরা।

অনুষ্ঠানে উপস্থিত সেঞ্চুরি প্লাইবোর্ড ইন্ডিয়া এবং স্টার সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এবং মার্চেনট্ চেম্বার অব কমার্শ এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি সঞ্জয় আগরওয়াল একান্ত সাক্ষাৎকারে ,রাজ্যের মুখ্যমন্ত্রীর শিল্প সচেতন মনোভাবের এবং সামগ্রিকভাবে তার সুযোগ্য নেতৃত্বে শিল্পবন্ধু রাজ্য সরকারের অকুণ্ঠ প্রশংসা করলেন। জানালেন রাজ্যে শিল্প সহায়ক পরিবেশে শিল্পপতিরা যথেষ্টই খুশি এবং তিনি আশা প্রকাশ করলেন আগামী দিনের রাজ্যে আরও বিনিয়োগ বাড়বে, তৈরি হবে আরো অনেক বেশি কর্মসংস্থান।

মার্চেনট্ চেম্বার অব কমার্শ এন্ড ইন্ডাস্ট্রি র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শ্যাম স্টিল ইন্ডাস্ট্রির ডিরেক্টর ললিত বেরিওয়ালা ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্যে শিল্প সহায়ক পরিবেশে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে তারা অত্যন্ত খুশি বলে বাংলা জাগো কে একান্ত সাক্ষাৎকারে জানালেন। তার সংস্থা,শ্যাম স্টিল ইন্ডাস্ট্রি র পক্ষ থেকে পুরুলিয়াতে আগামীতে একটি আরো নতুন স্টিল প্লান্ট তৈরি হচ্ছে বলে তিনি জানালেন।

অনুষ্ঠানে মার্চেনট্ চেম্বার অব কমার্শ এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শ্যাম স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যান শ্যামসুন্দর বেরিওয়ালাকে রাজ্যে অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য বিশেষ সম্মান প্রদান করা হয়। রাজ্য শিল্প বাণিজ্য মন্ত্রী ডাক্তার শশী পাঁজা র হাত থেকে এই বিশেষ সম্মান গ্রহণ করেন তার পুত্র এবং শ্যাম স্টিল ইন্ডিয়ার ডিরেক্টর ললিত বেরিওয়ালা। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যে ক্রমাগত শিল্প আসছে ।এই রাজ্যে কোন শ্রমদিবস নষ্ট  হয়না। বিদ্যুৎ, যোগাযোগের এবং ই গভর্নেন্স এর ক্ষেত্রে এই রাজ্য এখন সামনের সারিতে ।রাজ্য সরকারের পক্ষ থেকে তেল কল ,চা উৎপাদন এবং প্যাকেজিং ও কোল্ড স্টোরেজ ও কোল্ড চেন শিল্পের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে রাজ্যের শিল্প বাণিজ্য, শিল্প পুনর্গঠন ,নারী , শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প বান্ধব পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক গুলি তুলে ধরে আরো বেশি করে রাজ্যে শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানালেন শিল্পপতিদের কাছে। তিনি জানান রাজ্য সরকার সব সময় শিল্পপতিদের সর্বতোভাবে সহায়তা প্রদান করতে প্রস্তুত। তিনি বলেন ,কয়েক দশকের রাজ্যের শিল্পে জঙ্গি আন্দোলন সহ অতীতের সমস্যা, কালো দিক গুলি লিপিবদ্ধ রয়েছে । তবে ২০১১ এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকে পরিস্থিতি পুরোটাই বদলেছে । একই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃতীয়বার  স্থায়ী সরকার গঠন এবং শিল্প সহায়ক  বিভিন্ন পদক্ষেপ অতীতের ভাবমূর্তি র সমস্যা কে অনেকটাই মুছে  দিতে সক্ষম হয়েছে ।মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় এখন শিল্প সহায়ক নীতি ও পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।

শিল্পের মাধ্যমে রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মার্চেন্ট চেম্বার অফ কমার্শ এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গ্লোস্টার লিমিটেড এর এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং এমসিসিআইয়ের প্রাক্তন সভাপতি হেমন্ত বাঙুর, রুপা এন্ড কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর কুঞ্জবিহারী আগরওয়ালা কে বিশেষ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠান এ আলোচনা য় অংশ নেন ভারত পে সংস্থার কো ফাউন্ডার আশনির গ্রোভার।

 

Related Articles