ব্যবসারাজ্যের খবর

বাংলার শিল্পোদ্যোগীদের নিজের পায়ে দাঁড় করানোর নতুন পরিকল্পনা নিল রাজ্য সরকার

State Government will provide loan for Small Entrepreneurs

The Truth of Bengal: কোভিডকাল থেকে আর্থিক মন্দার কালোছায়া।ধাক্কা খায় অর্থনীতি। সেসময়  অর্থনীতির পর্যবেক্ষকরা স্পষ্ট করেন,বাজারে নগদের জোগান থাকলে অর্থনীতি প্রাণচঞ্চল থাকে।আর নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন থেকে অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়,সকলেই বিকেন্দ্রীকৃত পথে নগদের জোগান বাড়ানোর পরামর্শ দেন।সেই পথেই বেকারদের স্বনির্ভর করার ওপর জোর দেন বাংলার সরকারের নীতিকাররা।

এরমধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ভবিষ্যত ক্রেডিট কার্ড।এই প্রকল্পের মাধ্যমে ব্যবসার জন্য ৫লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন যুবরা।বাঙালি ব্যবসা বিমুখ এই ভাবনাকে দূর করতে বাংলার সরকার নতুন ব্লুপ্রিন্ট নিয়েছে। যার অন্যতম লক্ষ্য হল বাংলার যুবদের ব্যবসামুখী করা, তারজন্য ১০হাজার ক্ষুদ্র শিল্পোদ্যোগীকে ৩০০ কোটি ঋণ দান করা হচ্ছে। এছাড়া ভবিষ্যত ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ-সাহায্য করা হবে। ইতিমধ্যে জেলায় জেলায় ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে। জবফেয়ারের মতোই এই শিল্পবন্ধু পদক্ষেপ সাড়া ফেলে।ছোট ব্যবসায়ীরা

আগামীর আর্থিক সুরক্ষার পথ খুঁজে পায়। মালদার মতোই উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এই সুরক্ষিত ভবিষ্যত তৈরির কাজ জোরদার করা হচ্ছে। মালদার ঋণদানে ২লক্ষের বেশি যুবক উপকৃত হয়েছেন বলে জেলা প্রশাসনের তথ্য বলছে। তাই দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন পশ্চিমবঙ্গে বেকারত্ব কমানোর চেষ্টা আশা জাগাচ্ছে সবমহলে।দেশে বেকারত্ব ৪৫ শতাংশ বাড়লেও এই রাজ্যে বেকারত্ব ৪০শতাংশ কমেছে।এখন বিকল্প পথে ডিডিপি থেকে মাথাপিছু আয় বাড়ানোর চিন্তাধারার প্রশংসা করছেন অর্থনীতিবিদরা।

Related Articles