ব্যবসা
Trending

শেয়ার বাজারে ৭৯,০০০-এর রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটিও প্রায় ২৪,০০০-এর মাইলফলকে

Sensex hit a record high of 79,000 in the stock market, Nifty also around 24,000

The Truth Of Bengal: শেয়ার বাজার সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছল সেনসেক্স। ৭৯,০০০-এর মাইলফলক পার করল। নিফটি প্রায় ২৪,০০০-এর মাইলফলকে ট্রেড করছে। সকাল সাড়ে দশটায় BSE সেনসেক্স ৩৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৯,০০৭-তে পৌঁছেছে। অন্যদিকে, NSE নিফটি ৫০ ৯৮ পয়েন্ট বেড়ে ২৩,৯৬৬-তে ট্রেড করছে। সেনসেক্স প্ল্যাটফর্মে আল্ট্রাসেমকো, জেএসডব্লিউ স্টিল, রিলায়েন্স, কোটাক ব্যাঙ্ক, টাটা স্টিল, অ্যাক্সিস ব্যাঙ্ক লাভবান হয়েছে। নেতিবাচক জায়গায় আছে এইচসিএলটেক, মারুতি, টেকএম, সান ফার্মা, এমঅ্যান্ডএম, এলঅ্যান্ডটি।

বুধবারের আগের সেশনে BSE সেনসেক্স বেঞ্চমার্ক ৬২১ পয়েন্ট বেড়ে ৭৮,৬৭৪ এ বন্ধ হয়। যেখানে NSE নিফটি ৫০ ১৪৮ পয়েন্ট বেড়ে ২৩,৮৬৯-তে শেষ হয়েছে। আইটি এবং অটো ছাড়া বাকি সব সূচক ইতিবাচক জায়গায় লেনদেন করছে। মিডিয়া এবং মেটাল সেক্টরে যথাক্রমে ০.৮৫ শতাংশ এবং ০.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার মার্কেটের এই ঊর্ধ্বগতির জন্য বিশেষজ্ঞরা বিপুল নগদ জোগানকে কারণ বলে মনে করছেন। তাঁরা জানাচ্ছেন, ফান্ড মারফত প্রচুর টাকা লগ্নি হচ্ছে শেয়ার বাজারে। ফলে চাহিদা বাড়ছে বিভিন্ন কোম্পানির শেয়ারের। আর চাহিদা বাড়ার জন্য বাড়ছে শেয়ারের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী গতি এখন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটের আগে পর্যন্ত বাজারে পতনের তেমন আশঙ্কা নেই।

গত সোমবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত জানুয়ারি-মার্চে চলতি খাতে দেশের ভাঁড়ারে এসেছে ৫৭০ কোটি ডলার। যা জিডিপি-র ০.৬ শতাংশ। ১০টি ত্রৈমাসিকে এই প্রথম উদ্বৃত্ত হল দেশের বিদেশি অরথা ভাণ্ডার। আমদানি খরচের তুলনায় রফতানি খাতে আয় হয়েছে বেশি। রাজকোষে বাড়তি বিদেশি মুদ্রা ঢুকেছে। সরকার উদ্বৃত্ত আয় কাজে লাগিয়ে যদি বেকারত্ব কমানোর দিকে নজর দেয়, তা হলে জিডিপি বৃদ্ধির হার আরও বাড়বে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

Related Articles