দেশব্যবসা

৮.১৫ শতাংশ সুদের হার বৃদ্ধি

Interest Rate of EPFO

The Truth of Bengal: চলতি আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে, কেন্দ্রীয় সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস এফডি স্কিম, মাসিক আয় স্কিম ও পোস্ট অফিস আরডি স্কিমে সুদের হার বৃদ্ধি করেছিল। সেই ধারা বজায় রেখেই কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পে এবার সুদের হার বৃদ্ধি করে ৮.১৫ শতাংশ রাখার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার।

ইপিএফ কর্তৃপক্ষ (EPFO) তাদের সমস্ত শাখা অফিসকে জানিয়েছে, ৮.১৫ শতাংশ হারে সুদ আমানতকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। যার অর্থ হল, কর্মচারী ভবিষ্য নিধিতে আমানতের উপর সুদের হার খুব একটা বাড়ল না। ২০২১-২২ আর্থিক বছরের জন্য ইপিএফে সুদ দেওয়া হয়েছিল ৮.১০ শতাংশ। তার চেয়ে মাত্র ০.০৫ শতাংশ সুদ বাড়ানো হয়েছে। ইপিএফে সুদের হার এর আগে বরাবরই ৮.৫ শতাংশের বেশি ছিল। কিন্তু গত চার দশকের মধ্যে প্রথমবার ২০২১-২২ আর্থিক বছরের জন্য ৮.১০ শতাংশ হারে সুদ দিয়েছিল মোদী সরকার।

এর আগে একমাত্র ১৯৭৭-৭৮ সালে ইপিএফে সুদের হার ছিল ৮ শতাংশ। এই ঘোষণার পর বাম শ্রমিক সংগঠনগুলি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, কর্মচারীদের ভবিষ্য নিধিতে এত কম হারে সুদ কস্মিনকালেও হয়নি। ইপিএফও জানিয়েছে, কেন্দ্রীয় শ্রম মন্ত্রক তাদের জানিয়েছে যে সরকার ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবার আইন মেনে সুদ বাবদ প্রাপ্য টাকা আমানতকারীদের অ্যাকাউন্টে জমা করতে হবে। কর্মচারী ভবিষ্য নিধিতে সুদের হার ৮.১৫ শতাংশ রাখার ব্যাপারে গত মার্চ মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ইপিএফও। সেই প্রস্তাব মেনে নিয়েছে সরকার।

Related Articles