পাঁচ দিনে সোনার দাম কমলো ৫০০০ টাকা, আগামী সপ্তাহে কততে পৌঁছতে পারে ?
Gold price fell by 5000 rupees in five days, how much can it reach next week?

The Truth Of Bengal: শুক্রবার কমতে চলেছে সোনার দাম। চলতি সপ্তাহের টানা পাঁচ দিনের দিন কমলো সোনার দাম। বিগত পাঁচ দিনের দেশের বেশিরভাগ রাজ্যে সোনার দাম ছিল ৫,০০০ টাকা কম হয়েছে। প্রসঙ্গত, রাজধানীর দিল্লিতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬৯,৯৪০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পড়ছে ৬৯,৮১০ টাকা। পাশাপাশি রুপোর দাম বলতে গেলে প্রতি কেজি ৮৪,৪০০ টাকা। তো আসুন জেনে নির্দেশের বারটি শহরে মোট ২২ ও ২৪ ক্যারেট সোনার বর্তমান খুচরো দাম কত।
দিল্লিতে বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম পড়ছে প্রায় ৬৪,১৪০টাকা। যেখানে ২৪ ক্যারেট ১০ গ্ৰামের দাম পড়ছে প্রায় ৬৯,৯৪০ টাকা। ২০২৪ সালের বাজেট এর আগে প্রতিদিন সোনা রুপোর দাম বাড়লেও বর্তমানে তা দ্রুত বেগে কমছে। উল্লেখ্য, কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় সোনা ও রুপসহ অন্যান্য ধাতুর ওপর শুল্ক কমানোর ঘোষণা করেছিলেন।
আর সেই পরিপ্রেক্ষিতেই এমসক্স সোনার দাম দ্রুততার সাথে কমচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে এই দাম পরিবর্তন আপাতত স্থিতিশীল থাকবে। তবে শুল্ক কমানোর পর সোনার দাম কমানোকে পুঁজি করে গ্রাহকদের জোরালো অফার দিতে শুরু করেছে জুয়েলার্স।