ব্যবসা

৩ দিনের ছুটি কাটিয়ে দুলকি চালে পড়ল ভারতের শেয়ার বাজার

After spending 3 days holiday, the stock market of India fell

The Truth Of Bengal, পার্থসারথি গুহ: ৩ দিনের ছুটি কাটিয়ে সোমবার দুলকি চালে শুরু করল ভারতের শেয়ার বাজার। পরবর্তীতে অবশ্য বিক্রির চাপে বেশ অনেকটা পড়ল জোড়া সূচক নিফটি ও সেনসেক্স। সকালের ২২,৫০০ র ওপরে খোলা নিফটি প্রায় শতখানেক পয়েন্ট এল। সেনসেক্সও যথারীতি পড়ল বেশ অনেকটাই। এর মধ্যে খুব স্বাভাবিকভাবেই চেনা পরিচিত শেয়ারেও বিক্রির ধুম উঠল। বিশেষজ্ঞরা বলছেন, বাজার যত লোকসভা নির্বাচনের সামনে চলে আসছে ততই বিক্রি করে হাত খালি রাখার প্রবণতা বাড়ছে। যারা অভিজ্ঞ ট্রেডার তারা স্টপ লস কাজে লাগিয়ে এইসময় কেনাবেচা করছেন। ফর্মুলাটা খুবই পরিচিত। ওপরে একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত শেয়ার গেলে বেচে দাও। এবং নিচে আপৎকালীন সাপোর্টের জায়গায় কিনে নাও।
ব্যাঙ্ক, পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, ফার্মা, ক্যাপিটাল গুডস সব সেক্টরে কমবেশি বিক্রির তোড় বেশি ছিল। খুব বাজার না পড়লেও মিড ক্যাপ, স্মল ক্যাপে বেশ বিক্রিবাট্টা চলেছে এদিনও। অভিজ্ঞ লগ্নিকারীদের একাংশ মনে করছেন, আগামী বেশ কিছুদিন স্টক সংক্রান্ত যা কেনাকাটা চলবে তা মূলত লার্জ ক্যাপ শেয়ারগুলিতেই হবে। রিলায়েন্স, আইটিসি, টিসিএস, ইনফোসিস, এল & টি, এসবিআই ইত্যাদি লার্জ ক্যাপে অনেকেই তাদের পুঁজি সুইচওভার করছেন।

তবে অয়েল & গ্যাস সেক্টর কিছুটা ভালো ঠেকছে এই সময়ে। ঘটনা হল মিড ক্যাপ, স্মল ক্যাপ বেড়েছিল লাগামছাড়া ভাবে। তাতে কিছুটা রাশ টানতে চলেছে আগামী কয়েক মাস। সেইসময় মার্কেট লিডার হিসেবে মাথা তুলে দাঁড়াবে ব্লু চিপ লার্জ ক্যাপ।

FREE ACCESS

Related Articles