রাজ্যের খবর
তারা মায়ের আর্বিভাব তিথি! তারাপীঠে নেমেছে ভক্তদের ঢল
They mother's birth date! Devotees flocked to Tarapeeth

Truth Of Bengal : আজ বুধবার তারা মায়ের আর্বিভাব তিথি। আবার এই দিনেই কোজাগরী লক্ষ্মীপুজো। ফলত, ই বিশেষ তিথি উপলক্ষ্যে ভক্ত সমাগমে বেড়েছে তারাপীঠে। সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন ভিড় জমাতে শুরু করেছে এই সিদ্ধপীঠে। আজ মা তারাকে ভোর বেলায় গর্ভগৃহে থেকে বের করে নিয়ে এসে বিশ্রাম মন্দিরে স্নান করানোর পর রাজ বেশে সাজানো হয়।
মায়ের বিশেষ পুজা ও মঙ্গলারতির পর সর্বসাধারণের জন্য বিশ্রামাগার খুলে দেওয়া হয়। সকলে মা’কে স্পর্শ করে পুজো দিতে পারবেন আজকের দিনে। এদিন মায়ের কোনও অন্নভোগ হয় না। তাই সেবাইতরাও উপবাস করে থাকেন। দুপুরে লুচি, সুজি ও মিষ্টি সহকারে ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মীরূপে পুজো নিবেদন করা হবে।বছরের এই একটিমাত্র দিনে মায়ের কোনও অন্ন ভোগ হয় না।