কলকাতা

দীর্ঘক্ষণ থমকে মেট্রো পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

Metro services stopped for a long time, passengers suffered

Truth Of Bengal: হঠাৎ যান্ত্রিক সমস্যার সম্মুখীন কলকাতা মেট্রো। দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। পরিষেবা থমকে যাওয়ার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।

কলকাতা মেট্রো সূত্রে জানা যায়, দক্ষিণেশ্বর থেকে দমদম এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। এদিন সকাল ৯ টা দিয়ে ৯.৫০ পর্যন্ত এমনই ছবি দেখা যায় কলকাতা মেট্রোতে। তবে এখন আবারও চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে আপাতত একটু অনিয়মিত চলছে মেট্রো।

জানা গিয়েছে, এদিন থার্ড লাইনে বিদ্যুৎ ছিল না, আর সে সময় সে লাইনে বিদ্যুৎ সংযোগ করার চেষ্টা করতে গেলে কার্যত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। শুরুতে থমকে যায় দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক রুটের মেট্রো। এর পর প্রায় ৫০ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা। এতক্ষণ মেট্রো বন্ধ থাকার জেরে সড়ক পথে বাড়তে থাকে ভিড়। অবশেষে ৯টা ৫০ স্বাভাবিক ছন্দে ফেরে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের মেট্রো পরিষেবা।

Related Articles